পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Goutam Deb: ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির কাছে হারের পরও পঞ্চায়েতে গৌতমেই আস্থা তৃণমূলের - গৌতম দেব

বিজেপির কাছে বিধানসভা নির্বাচনে হারতে হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়িতে ৷ তবুও গৌতম দেবের উপরই আস্থা রেখে সেখানে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব তাঁর হাতেই তুলে দিচ্ছে তৃণমূল ৷ সূত্রের মারফৎ এই খবর মিলেছে ৷

Goutam Deb
Goutam Deb

By

Published : Jun 11, 2023, 10:28 AM IST

Updated : Jun 11, 2023, 1:45 PM IST

পঞ্চায়েতে গৌতমেই আস্থা তৃণমূলের

শিলিগুড়ি, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে থাকা বিধানসভা আসনে পরাজিত হলেও গৌতম দেবের উপরই আস্থা রাখল দল । শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে জয়ের পর এ বার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ৷ দলীয় সূত্রে এই খবর জানা গিয়েছে । এ বারের ওই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চারটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে গৌতম দেবের উপরই ভরসা রাখছে দল ।

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে দু'বার জয়ী হন গৌতম দেব । জয়ের পর একবার তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও আরেকবার পর্যটনমন্ত্রী হয়েছেন । কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে 26 হাজার ভোটে শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি । পরাজিত হওয়ার পর তাঁকে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর পৌর নির্বাচনে জয় পেলে মেয়র হন গৌতম দেব ।

উত্তরবঙ্গের দাপুটে নেতা হিসেবে পরিচিত গৌতম দেব । দলের তরফে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে নির্বাচন পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে । তবে নিজের পরাজিত হওয়া আসনে পঞ্চায়েত নির্বাচনে দলকে জয়ী করাই গৌতম দেবের মূল লক্ষ্য বলে রাজনৈতিক মহলের ধারণা ।

আরও পড়ুন:পাহাড়ের পঞ্চায়েত লড়াইয়ে জোট সমীকরণের প্রস্তুতি শুরু; দারুণ ফলের আশায় তৃণমূল ও বিজেপি

ওই বিধানসভা কেন্দ্রে ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1 ও ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত রয়েছে । গত পঞ্চায়েত নির্বাচনে চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও পঞ্চায়েত সমিতির আসনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস । তারপর বিধানসভা নির্বাচনে পরাজিত হন গৌতম দেব ।

যদিও গৌতম দেব বলেন, "ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি আমার চেনা । দশ বছর আমি সেখানে কাজ করেছি । আমাকে দল সেখানকার দায়িত্ব দিলে অবশ্যই সেখানে কাজ করব ।" জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, "গৌতম দেব শুধু জলপাইগুড়ি নন, গোটা উত্তরবঙ্গে দলের অভিভাবক । আমরা আলোচনা করেছি, তিনি ডাবগ্রাম ফুলবাড়ির পঞ্চায়েত নির্বাচন দেখলে দল অবশ্যই ভালো ফল করবে ।"

Last Updated : Jun 11, 2023, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details