শিলিগুড়ি, 11 মে : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তোলা নিয়ে লাগাতার অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন । ফলে সমস্যায় পড়েছে ট্রাক চালক ও শ্রমিকরা (Matigara Protest)। ফের নদী থেকে শ্রমিকদের বালি-পাথর তোলার অনুমতির দাবিতে মাটিগাড়া বিডিও অফিস ও মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ট্রাক চালক শ্রমিকেরা । সাত দফা দাবি জানিয়ে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মাটিগাড়া ট্রাক মালিক সংগঠন ।
তাঁদের অভিযোগ, যারা আইন মেনে বালি-পাথর তুলছে তাঁদেরও আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ । অন্যদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে বালাসন নদী থেকে বালি-পাথর তোলার কাজ । যার ফলে কাজ না পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা । শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে । পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । তবে, সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বিক্ষোভকারীরা । প্রায় 15 দিন ধরে বন্ধ রয়েছে কাজ । ফলে ওই কাজের ওপর নির্ভরশীল শ্রমিকদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ।
আরও পড়ুন :অবৈধ বালি পাচার রোধে সরকারি অভিযান ধূপগুড়িতে, 1 লক্ষ টাকা জরিমানা
প্রতিবাদকারী তপন সাহা বলেন, "কেন কেবলমাত্র বালাসন নদী থেকে বালি তোলার বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে ? বিষয়টি সম্পর্কে পরিষ্কার তথ্য জানতে চাই । লিখিত কোনও নির্দেশিকা না থাকা সত্ত্বেও কেন কাজ বন্ধ করে দেওয়া হল?"
এক মহিলা শ্রমিক বলেন, "করোনা অতিমারির কারণে দু'বছর যাবত ট্রাকচালক মালিক-শ্রমিকদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে ৷ বহুবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনও লাভ হয়নি । এখন সবকিছু স্বাভাবিকের পথে ৷ কিন্তু আচমকা বালি তোলার ক্ষেত্রে রয়্যালটি দিলেও প্রশাসন যানবাহন আটক করছে । একটি ট্রাকের সঙ্গে প্রায় 20 থেকে 25টি পরিবার জুড়ে রয়েছে । অকারণে পুলিশ ট্রাক ধরে মিথ্যা মামলায় জরিমানা করছে । প্রত্যেকে এই কারণে অর্থনৈতিক সংকটে রয়েছে । প্রশাসন দ্রুত কোনও ব্যবস্থা না নিলে আগামী তিনদিনের মধ্যে হাজার হাজার মানুষ পথে নেমে আন্দোলন করবে ।"
নদী থেকে বালি তোলার অনুমতির দাবিতে বিক্ষোভ আরও পড়ুন :Murshidabad Sand Mafia : বৈধভাবে বালি তুলতে মাফিয়ার বাধা, প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ী
যদিও এবিষয়ে মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস বলেন, "নদী থেকে বেআইনি বালি তোলা বন্ধ রয়েছে । কিন্তু আইনত বালি তুলতে কেন দেওয়া হচ্ছে না এবিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে । বৃহস্পতিবার প্রশাসনিক স্তরে একটি বৈঠক রয়েছে । সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । অন্যদিকে, কিছু শ্রমিক বিশেষত মহিলারা যারা নদী থেকে বালি তুলে বাছাই করার কাজ করে তাঁদের বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা হবে । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ।"