শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : পাহাড়ের পর্যটন শিল্পকে চাঙ্গা করে তুলতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ আগামী 13 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের তরফে ৷ পুজোর মরসুমে পর্যটকদের দার্জিলিংয়ে টেনে আনতে এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে ৷ যেখানে পর্যটকদের টানতে দার্জিলিং হিমালয়ান রেলের প্রধান চাবি ‘টয়ট্রেন’ ৷ যেখানে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে টয়ট্রেনের সময় যেমন পরিবর্তন করা হয়েছে ৷ তেমনি বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা ৷ ঘুম ফেস্টিভ্যালে পাহাড়ের লোকসংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরা হবে ৷
প্রসঙ্গত, গত দু’বছরে করোনার থাবার জেরে মুখ থুবড়ে পরেছে পাহাড়ের পর্যটন শিল্প ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ৷ কিন্তু, চলতি বছরে করোনার গ্রাফ কিছুটা নামতেই পর্যটক টানতে একাধিক উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই অক্টোবর পর্যন্ত হোটেল-সহ টয়ট্রেনের বুকিং ফুল হয়ে গিয়েছে ৷ আর চাহিদা বাড়ায় বাধ্য হয়ে টয়ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, আগে স্টিম ইঞ্জিন দিয়ে তিনটি ও ডিজেল ইঞ্জিন দিয়ে তিনটি রাইড চলত ৷ কিন্তু, চাহিদা বাড়ায় এবার চারটি করে টয়ট্রেন স্টিম ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনে চলবে ৷
আরও পড়ুন : Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়
দার্জিলিং থেকে এনজেপিগামী টয়ট্রেনের সময়ও পরিবর্তন করা হচ্ছে ৷ আগে ট্রেনটি দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে সকাল 8টায় রওনা দিত ৷ যার সময় পরিবর্তন করে 9টা করা হয়েছে ৷ তবে, সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ প্রায় একমাস ধরে চলবে এই ফেস্টিভ্যাল ৷ পর্যটক টানতে এই ধরনের উদ্যোগ প্রথমবার নেওয়া হচ্ছে পাহাড়ে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার বলেন, ‘‘আমরা পর্যটকদের সুবিধার্থে আগামী 1 অক্টোবর থেকে দার্জিলিং-নিউ জলপাইগুড়িগামী টয়ট্রেনের সময় পরিবর্তন করছি ৷ আগে এই ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে ছাড়ত সকাল 8টায় ৷ এখন থেকে তা ছাড়বে সকাল 9টায় ৷ কারণ বেশ কিছু পর্যটক আমাদের বলেছেন, সকালে খাওয়াদাওয়ার পর ওই ট্রেন ধরা মুশকিল হয়ে যাচ্ছিল ৷ আর তাই যাওয়ার টিকিট বুক হলেও আসার টিকিট অনেক সময়ই কম বিক্রি হয় ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আর যাত্রী বাড়তে থাকায় আমরা কোচের সংখ্যা বাড়াচ্ছি ৷ জয় রাইডের সংখ্যাও বাড়ানো হচ্ছে ৷’’