দার্জিলিং, ২৮ মার্চ : মে-জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচনের (GTA Election) কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পরেই পাহাড়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন (Darjeeling Hill Political Reaction on GTA Election) । একদিকে যেখানে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিটিএ নির্বাচনকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি করেছে । আর ওই দুই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে ।
সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) এবং গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morcha) সঙ্গে দু’টি পৃথক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন । ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে বৈঠকে উপস্থিত হন সংগঠনের সাধারণ সম্পাদক অমর লামা, কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা ।
অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এবং সম্পাদক পিটি ওলা-সহ অন্যান্যরা । এদিন মূলত ওই দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে জিটিএ নির্বাচন নিয়ে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । জিটিএ নির্বাচন ছাড়াও পাহাড়ের অন্যান্য সমস্যার কথাও এদিন দলীয় নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন । সেসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর লামা বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর জিটিএ নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই । আমরা চাই পাহাড়ের উন্নয়নের জন্য দ্রুত জিটিএ নির্বাচন হোক । পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দ্রুত পাহাড়ে লাগু করা হোক । জিটিএ নির্বাচন হলে পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে পাহাড়ে আরও দ্রুত উন্নয়ন হবে ।"