দার্জিলিং, 26 জুন : নির্বাচনের আগের দিন রাতে বিজেপি বিধায়কের গাড়ি আটক হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে (BJP MLA car seized before the day of election)। রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন ৷ আর তার ঠিক আগের রাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের আঠারোঘাই গ্রাম পঞ্চায়েতের হালের মাথা এলাকা থেকে আটক করা হয় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বার গাড়ি । নির্বাচনী বিধিভঙ্গ করে মাটিগাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল ওই গাড়িটি এমনটাই অভিযোগ ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন রাত দশটা নাগাদ হালের মাথা এলাকায় ওই গাড়িটি ঘোরাঘুরি করছিল । সেই সময় নির্বাচনী বিধি নজরদারি চালানো টহলদারি সাত নম্বর টিম ওই গাড়িটিকে দেখতে পায় । সঙ্গে সঙ্গে তারা গাড়িটি আটক করে সেক্টর ইনচার্জ ও মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয় । নির্বাচনী আধিকারিক ও পুলিশ গিয়ে গাড়িটিকে বাজেয়াপ্ত করে । গাড়ির চালক ও এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তাদের উত্তরে অসঙ্গতি মেলে । এরপর তাদের দু'জনকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । যদিও গাড়িটিতে তল্লাশি চালিয়ে কিছু পায়নি পুলিশ ৷ তবে ওই গাড়িটি বাস্তবে দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের গাড়ি কি-না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ । ওই বিষয়ে নীরজ জিম্বার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর উত্তর মেলেনি । নির্বাচনের আগের রাতে দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের গাড়ি কেন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।