পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়দিনের আগে নতুন সদস্য, কৃষ্ণার আগমনে খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে - বেঙ্গল সাফারি পার্ক

New member in Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি হিসাবে নিয়ে আসা হল কৃষ্ণাকে ৷ এই চিতাবাঘটির জন্ম বর্ধমান জুওলজিক্যাল পার্কে ৷ গ্রিন করিডোর করে চিতাটিকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গে ৷

Leopard in Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কে আগমন হল নতুন অতিথি কৃষ্ণার

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 8:23 PM IST

শিলিগুড়ি, 16 ডিসেম্বর:নতুন অতিথির আগমনে বড়দিনের আগে আরও রঙিন উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক । ইংরেজি নতুন বছরের শুরুতে আসার কথা রয়েছে স্পেক্টাক্যাল লাঙ্গুর এবং সিংহের। তার আগেই নতুন চমক বন দফতরের । বেঙ্গল সাফারি পার্কে হাজির চিতাবাঘ 'কৃষ্ণা'। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, বর্ধমান জুওলজিক্যাল পার্কে 2021 সালে জন্ম হয়েছিল কৃষ্ণার । তার মা কালি ও বাবা ধ্রুব । 11 ডিসেম্বর কৃষ্ণাকে বেঙ্গল সাফারিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল । তারপরেই কৃষ্ণাকে চলতি সপ্তাহে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে । গ্রিন করিডোর তৈরি করে পার্কে নিয়ে আসা হয় তাকে। পাশাপাশি প্রত্যেক জেলার বন বিভাগকে সতর্ক করে রাখা হয়েছিল । তৈরি করে রাখা হয়েছিল পশু চিকিৎসককেও । কৃষ্ণা বেঙ্গল সাফারিতে পৌঁছনোর পর তাকে আপাতত রাখা হয়েছে নাইট শেল্টারে । আগামী তিন সপ্তাহ তাকে পর্যটকদের থেকে দূরেই রাখা হবে । পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর তাকে ছাড়া হবে এনক্লোজারে । এখন চিতাবাঘটিকে রাখা রয়েছে বন কর্মীদের নজরদারিতে ।

রাজ্যের প্রধান মুখ্য বনপাল ( হেড অফ ফরেস্ট ফোর্স) নীরজ সিংঘল জানান, বর্ধমান জুওলজিক্যাল পার্ক থেকে কৃষ্ণাকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে । তবে এখনই পর্যটকদের সামনে তাকে আনা হবে না । এক মাস পর তাকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা । বেঙ্গল সাফারি পার্ক থেকে সেন্ট্রাল জু অথরিটির অনুমোদনে প্রাণী বিনিময় প্রক্রিয়ার অধীনে দু'টি চিতাবাঘ পাঠানো হবে ত্রিপুরায়। সেখান থেকেও আসছে চারটি প্রাণী । এক জোড়া সিংহ ও একজোড়া চশমা বাঁদর । দু'টো চিতাবাঘ পাঠালে সাফারিতে চিতাবাঘের সংখ্যা কমে হবে চারটি।

বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের যা ঢল নামে, তাতে যাতে ভাটা না-পড়ে সেজন্য কৃষ্ণাকে আনার ব্যবস্থা করা হয়েছে । নাইট শেল্টারে আলাদা রেখে অন্যান্য চিতাবাঘের সঙ্গে মিশতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে তাকে । যখন কৃষ্ণা সাফারি পার্কের অন্য চিতাবাঘের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যেতে পারবে তারপরেই তাকে এনক্লোজারে ছাড়া হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়়ুন:

  1. মৎস্যজীবীর জালে পড়ল 40 কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ
  2. 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বার্ষিক বাঘ গণনার কাজ
  3. পাথর প্রতিমায় ফের বাঘের আতঙ্ক! বনদফতরের পক্ষ থেকে বসানো হলো খাঁচা

ABOUT THE AUTHOR

...view details