দার্জিলিং, 23 মার্চ : বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ এবার পাহাড়েও। সমতলের পর এবার পাহাড়ের তিন আসনে বিজেপির ঘোষিত প্রার্থী নিয়ে তীব্র প্রতিবাদ জানাল গেরুয়া শিবিরের পাহাড়ের একমাত্র জোট সঙ্গী গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)। সোমবার বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে পাহাড়ের তিন আসন কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রার্থী ঘোষণা করা হয়। আর প্রার্থী ঘোষণা হতেই প্রতিবাদে সরব হয়েছে জিএনএলএফ নেতৃত্ব।
কার্শিয়াং বিধানসভা আসনের জন্য বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বাজগাইন, দার্জিলিং আসনে নীরজ জিম্বা এবং কালিম্পং আসনে শুভ প্রধানকে প্রার্থী করেছে বিজেপি শিবির। তিন প্রার্থীর মধ্যে বিপি বাজগাইন এবং শুভ প্রধান সম্প্রতি বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন । অন্যদিকে, নীরজ জিম্বা জিএনএলএফের মুখপাত্র হলেও, বিজেপির প্রতীকে এর আগে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। এদিন সকালে প্রার্থী নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জিএনএলএফ। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সভাপতি মন ঘিসিং বলেন, ‘‘বিজেপি জিএনএলএফের সঙ্গে কোনওরকম আলোচনা না করে প্রার্থী ঘোষণা করেছে । এতে জোটের দায়িত্ব পালন করেনি বিজেপি।’’ এ নিয়ে বুধবার জিএনএলএফের কেন্দ্রীয় কমিটি বৈঠক করে তাদের পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানান তিনি।