পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ জোট সঙ্গী জিএনএলএফের

পাহাড়ের তিন আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করতেই ক্ষোভপ্রকাশ জোট সঙ্গী জিএনএলএফের ৷ তিন আসনের মধ্যে দু’টি আসনেই বিজেপি নিজেদের লোকেদের প্রার্থী করায় প্রতিবাদ জানিয়েছে জিএনএলএফ ৷ এই মওকায় বিমল গুরুং জিএনএলএফকে পাশে পেতে উদ্যোগী হয়েছেন ৷

bengal election 2021 gnlf not happy with the ally candidate which is declare by bjp
পাহাড়ে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ জোট সঙ্গী জিএনএলএফের

By

Published : Mar 24, 2021, 11:32 AM IST

দার্জিলিং, 23 মার্চ : বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ এবার পাহাড়েও। সমতলের পর এবার পাহাড়ের তিন আসনে বিজেপির ঘোষিত প্রার্থী নিয়ে তীব্র প্রতিবাদ জানাল গেরুয়া শিবিরের পাহাড়ের একমাত্র জোট সঙ্গী গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)। সোমবার বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে পাহাড়ের তিন আসন কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রার্থী ঘোষণা করা হয়। আর প্রার্থী ঘোষণা হতেই প্রতিবাদে সরব হয়েছে জিএনএলএফ নেতৃত্ব।

কার্শিয়াং বিধানসভা আসনের জন্য বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বাজগাইন, দার্জিলিং আসনে নীরজ জিম্বা এবং কালিম্পং আসনে শুভ প্রধানকে প্রার্থী করেছে বিজেপি শিবির। তিন প্রার্থীর মধ্যে বিপি বাজগাইন এবং শুভ প্রধান সম্প্রতি বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন । অন্যদিকে, নীরজ জিম্বা জিএনএলএফের মুখপাত্র হলেও, বিজেপির প্রতীকে এর আগে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। এদিন সকালে প্রার্থী নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জিএনএলএফ। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সভাপতি মন ঘিসিং বলেন, ‘‘বিজেপি জিএনএলএফের সঙ্গে কোনওরকম আলোচনা না করে প্রার্থী ঘোষণা করেছে । এতে জোটের দায়িত্ব পালন করেনি বিজেপি।’’ এ নিয়ে বুধবার জিএনএলএফের কেন্দ্রীয় কমিটি বৈঠক করে তাদের পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানান তিনি।

পাহাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি না থাকলেও, জোট সঙ্গীর বলেই আসন জেতে গেরুয়া শিবির। কিন্তু এবার তিনটি আসনের মধ্যে দু’টি বিজেপির নিজস্ব প্রার্থী এবং মাত্র একটি আসন জোট সঙ্গীকে ছাড়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে জিএনএলএফ শিবিরে।

আরও পড়ুন : 23 মার্চ পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবেন বিমল গুরুং

এর আগে বিজেপির জোট সঙ্গী বিমল গুরুং এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু তার পরেও জিএনএলএফ বিজেপির সঙ্গে জোটধর্ম মেনে চলছিল। কিন্তু বিধানসভা আসন ভাগাভাগিতে খুশি না হওয়ায় এবার জিএনএলএফও জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিকে, বিজেপির বিরুদ্ধে যেতেই জিএনএলএফকে পাশে পেতে উদ্যোগী হয়েছেন বিমল গুরুং। ফলে আসন নিয়ে বিজেপি এবং জিএনএলএফের মধ্যে রফা না হলে, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details