শিলিগুড়ি, ১৪ অক্টোবর : শিলিগুড়ি পৌরনিগমের কাজে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব হস্তক্ষেপ করছেন বলে ফের অভিযোগ করলেন শহরের মেয়র তথা CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । অশোকবাবুর অভিযোগ, শিলিগুড়ি পৌরনিগমকে কোণঠাসা করে পর্যটনমন্ত্রী একনায়কতন্ত্র চালাতে সচেষ্ট । অশোকবাবু এজন্য আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।
"উনি প্যারালাল কাজ করতে চাইছেন", গৌতমের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি অশোকের - goutam deb
পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে বৈঠক ডেকেছিলেন । সেই বৈঠকে ডাকা হয়নি মেয়র অশোক ভট্টাচার্যকে । অশোকবাবু বলেন, পর্যটনমন্ত্রী এভাবে বৈঠক ডাকতে পারেন না। তিনি গৌতমবাবুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন ।
আজ পৌরনিগমে এক বৈঠকে মেয়র বলেন, "মন্ত্রী গৌতম দেব পর্যটন দপ্তরের মন্ত্রী। উনি কিভাবে শিলিগুড়ির পৌর এলাকার উন্নয়নে হস্তক্ষেপ করতে পারেন ? উনি শিলিগুড়িতে প্যারালাল কাজ করতে চাইছেন। এটা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার যদি এমনটা করে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেটা মেনে নেবেন?"
গতকাল শিলিগুড়িতে ডেঙ্গি ইশুতে বৈঠক ডেকেছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বৈঠকে মেয়কে ডাকা হয়নি । তবে পৌর সচিবকে ডাকা হয়। তাঁকে না ডাকার বিষয়টি মেয়র ভালো ভাবে নেননি । সেই ঘটনা প্রসঙ্গে আজ মেয়র বলেন, "এভাবে উনি (গৌতম দেব) বৈঠক ডাকতে পারেন না। উন্নয়নের নিরিখে পূর্ত দপ্তরের মন্ত্রী বা পৌরনগরোন্নয়ন মন্ত্রী বৈঠক ডাকতে পারেন। সেক্ষেত্রে আগামীতে গৌতম দেবের ডাকা বৈঠকে পৌরনিগমের কোনও প্রতিনিধি অংশ নেবেন না। তবে, জেলাশাসক বৈঠক ডাকলে সেখানে অবশ্যই পৌরনিগমের তরফে কেউ না কেউ উপস্থিত থাকবেন ।"