পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কার্শিয়ঙে গুরুং বিরোধিতায় মিছিল মোর্চার - Bimal Gurung

বিমল গুরং প্রকশ্যে আসতেই পাহাড়ে তাঁর অনুগামীরা প্রকাশ্যে এসেছেন । উড়িয়ে দেওয়া হয়েছে পতাকা । অন্যদিকে পালটা হিসেবেই গুরুং বিরোধিতায় আসরে নেমেছে বিনয়পন্থীরাও ।

Kurseong
কার্শিয়াঙ

By

Published : Oct 31, 2020, 2:00 PM IST

কার্শিয়াং, 31 অক্টোবর : বিমল গুরুঙের প্রত্যাবর্তন ঠেকাতে কার্শিয়ঙে মিছিল বিনয়পন্থীদের ৷ কার্শিয়ঙের বিভিন্ন এলাকায় মিছিল করেন তাঁরা ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী ৷

বিমল গুরুঙের সঙ্গ ছেড়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীর অনুগামী হয়ে GTA-এ চালাচ্ছেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা । অন্যদিকে NDA ছেড়ে এবার মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সঙ্গেই একত্রে BJP-র বিরুদ্ধে লড়তে চান বিমল গুরুং । এই পরিস্থিতির মধ্যে ক্ষমতার রাশ হারানোর ভয়ে পাহাড়জুড়ে আন্দোলন শুরু করেছে বিনয়-তামাং অনুগামীরা । আজ কার্শিয়ঙে গুরুং বিরোধিতায় ফের মিছিল করে তারা । অপরদিকে, দুই গোষ্ঠীর সংঘাত এডা়তে আসরে নেমেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রের খবর, আগামী 3 নভেম্বর কলকাতায় বিনয় তামাং ও অনিত থাপাকে নিয়ে বৈঠক ডেকেছেন তিনি ৷

বিমল প্রকাশ্যে আসতেই পাহাড়েও তাঁর অনুগামীরা প্রকাশ্যে এসেছেন । উড়িয়ে দেওয়া হয়েছে পতাকা । অন্যদিকে পালটা হিসেবেই গুরুং বিরোধিতায় আসরে নেমেছে বিনয়পন্থীরাও । বিমল গুরুঙের পাহাড়ে আসা ঠেকাতে শুরু হয়েছে মিছিল । ইতিমধ্যে দার্জিলিং, সোনাদা, কালিম্পঙে মিছিলের পর আজ কার্শিয়ঙেও মিছিল করে তামাং অনুগামীরা । তাদের দাবি, বিমল গুরুঙের পাহাড়ে ফেরা আটকাতে হবে । ক্ষমতার রাশ থাকুক বিনয় তামাং ও অনিত থাপার হাতেই । মিছিলটি এদিন কার্শিয়ঙের বিভিন্ন এলাকা পরিক্রম করে । গণ্ডগোল মোকাবিলায় কড়া পুলিশি বন্দোবস্তের মাঝেই এদিন মিছিল কার্শিয়ং পরিক্রমা করে ।

এদিকে নবান্ন সুত্রের খবর, মোর্চার দুই গোষ্ঠীর সংঘাত এড়াতে আগামী 3 নভেম্বর কলকাতায় বিনয় তামাং ও অনিত থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । তার আগে পাহাড় জুড়ে গুরুং বিরোধিতায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিনয় তামাং ।

ABOUT THE AUTHOR

...view details