শিলিগুড়ি, 18 এপ্রিল : ভোট দিয়ে ফেরার পথে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম মেহেরুন্নেসা (65)। দুর্ঘটনাটি শিলিগুড়ির মহাবীরস্থান এলাকার। রেল পুলিশ মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ভোট দিয়ে ফেরার পথে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার - toytrain
ভোট দিয়ে ফেরার পথে শিলিগুড়ির মহাবীরস্থান এলাকায় রেললাইন পার হওয়ার সময় টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার।
মৃত মহিলা
মেহেরুন্নেসা শিলিগুড়ি শহরের বাসিন্দা। তিনি আজ বিকেলে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় মহাবীরস্থানে রেললাইন পার হওযার সময় টয়ট্রেনের ধাক্কায় লাইনের উপর পড়ে যান তিনি। সেখানেই ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।