শিলিগুড়ি, ২৭ নভেম্বর:তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে, সেই ইস্যুতে আগেই মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ৷ রবিবার ফের একবার তাঁর সমর্থনে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ সোমবার শিলিগুড়িতে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন অধীর। তার আগে সাংবাদিক বৈঠকে মহুয়া মৈত্রের সমর্থনে মুখ খোলেন তিনি ৷ তাঁর সাফ দাবি, কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিদ্যুৎ গতিতে তদন্ত করে তাঁকে বহিষ্কার করতে চাইছে।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর এদিন বলেন, "মহুয়া মৈত্র একজন জনপ্রতিনিধি । প্রশ্ন যে কোনও জায়গা থেকে উঠে আসতে পারে । তাহলে এখন প্রশ্ন উঠছে কেন ? তার প্রশ্ন ভুল, নাকি প্রশ্ন করার কায়দায় ত্রুটি রয়েছে ? যদি প্রশ্ন ঠিক হয়ে থাকে তবে কেন্দ্র তার উত্তর দিক। আর কায়দায় ভুল হলে তা প্রিভিলেজ কমিটির সামনে রাখুক। মহুয়া মৈত্রকে বহিষ্কার করতে এত দ্রুত যে তদন্ত করছে তাতে পরিষ্কার এই সরকার প্রতিহিংসার জন্য এসব করছে। এর মূল কারণই হল সরকারের সঙ্গে আদানিকে যুক্ত করা হয়েছে। আদানির সঙ্গে আমাদের দেশের সরকারকে জড়ানোটা এই সরকার পছন্দ করে না । সেজন্য মহুয়া বিরুদ্ধে যতরকমভাবে ষড়যন্ত্র করার তা করবে এই সরকার, এর থেকে তা প্রমাণিত।"