পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা - রয়্যাল বেঙ্গল টাইগার

মা হল সাদা বাঘ কিকা ৷ দুই শাবকের জন্ম দিল সে ৷ তবে একটি মারা গিয়েছে ৷ অন্য়টিকে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে ৷ এনিয়ে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল 11টি।

Bengal Safari Park
দুই শাবকের জন্ম দিল কিকা

By

Published : Jul 16, 2023, 10:38 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই: ফের নতুন অতিথির আগমন। এবার শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কে জন্ম হল আরও এক রয়্যাল বেঙ্গল ব্যাঘ্র শাবকের। এবার মা হল সাদা বাঘ কিকা। চলতি সপ্তাহেই দুই শাবকের জন্ম দেয় এই সাদা বাঘটি ৷ যদিও তার মধ্যে একটি শাবক মৃত। তবে আরেকটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আর এই নতুন খুদে অতিথির আগমনে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ থেকে বন দফতর।

কিকার সন্তান প্রসব হওয়ায় বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল 11টি । বাঘ প্রজননে বেঙ্গল সাফারি পার্কের সফলতা এখন সারা দেশের মধ্যে অন্যতম। মাত্র সাত বছরে বাঘের সংখ্যা যে হারে বেঙ্গল সাফারি পার্কে বৃদ্ধি পেয়েছে তাতে কেন্দ্রীয় জু অথোরিটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দারুণ খুশির খবর। তবে আরেকটা শাবক জীবিত থাকলে খুশিটা দ্বিগুণ হতো। প্রথমবার মা হল কিকা। রয়্যাল বেঙ্গল বাঘের প্রজননে অন্যতম স্থান তৈরি করেছে বেঙ্গল সাফারি।"

রাজ্য জু অথরিটি সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "মা ও শাবক ভালো রয়েছে । একটি মৃত শাবকের জন্ম দিয়েছিল কিকা । মা শাবকের সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষকে।" জানা গিয়েছে, 2017 সালে শিলা ও স্নেহাশিসকে দিয়ে পথ চলা শুরু হয় বেঙ্গল সাফারি পার্কের। স্নেহাশিস ও শিলা দম্পতি তিন শাবকের জন্ম দেয়। কিকা, রিকা ও ইকা। পরবর্তীতে ইকার মৃত্যু হয়। বাকি কিকা ও রিকা থাকে। সেই সাদা বাঘ কিকাই এবার শাবকের জন্ম দিল। বর্তমানে কিকা ও তার শাবককে নাইট শেল্টারে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে। আগামী তিন মাস মা ও শাবককে পর্যটকদের চোখের থেকে দূরে রাখা হবে। কিকার জন্য স্পেশাল ডায়েট প্রস্তুত করেছে পার্ক কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হয়েছে।

আরও পড়ুন:দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

ABOUT THE AUTHOR

...view details