শিলিগুড়ি, 16 জুলাই: ফের নতুন অতিথির আগমন। এবার শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কে জন্ম হল আরও এক রয়্যাল বেঙ্গল ব্যাঘ্র শাবকের। এবার মা হল সাদা বাঘ কিকা। চলতি সপ্তাহেই দুই শাবকের জন্ম দেয় এই সাদা বাঘটি ৷ যদিও তার মধ্যে একটি শাবক মৃত। তবে আরেকটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আর এই নতুন খুদে অতিথির আগমনে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ থেকে বন দফতর।
কিকার সন্তান প্রসব হওয়ায় বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল 11টি । বাঘ প্রজননে বেঙ্গল সাফারি পার্কের সফলতা এখন সারা দেশের মধ্যে অন্যতম। মাত্র সাত বছরে বাঘের সংখ্যা যে হারে বেঙ্গল সাফারি পার্কে বৃদ্ধি পেয়েছে তাতে কেন্দ্রীয় জু অথোরিটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দারুণ খুশির খবর। তবে আরেকটা শাবক জীবিত থাকলে খুশিটা দ্বিগুণ হতো। প্রথমবার মা হল কিকা। রয়্যাল বেঙ্গল বাঘের প্রজননে অন্যতম স্থান তৈরি করেছে বেঙ্গল সাফারি।"