শিলিগুড়ি, 31 জানুয়ারি: চিকিৎসা করাতে এসে ওয়ার্ড থেকে উধাও হয়ে গেলেন এক মহিলা রোগী (A female patient goes missing) । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে। ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম অঞ্জলি মাতব্বর (53) ৷ তাঁর বাড়ি ময়নাগুড়ি ভোটপাট্টি এলাকায় ৷ অঞ্জলি তাঁর স্বামী, ছেলে ও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) চিকিৎসা করাতে আসেন। কিন্তু পরিবারের অভিযোগ, তাঁকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে সেখানে শয্যা পাওয়া যায় না । যার ফলে অঞ্জলিকে মেঝেতেই থাকতে বলা হয় । সেই সময় মেঝেতে বিছানোর জন্য পরিবারের সদস্যরা চাদর কিনতে যান । কিন্তু তাঁরা ফেরত এসে দেখেন অঞ্জলি সেখানে নেই। এরপর পুরো হাসপাতালে খোঁজা হলেও তাঁকে পাওয়া যায় না। তারপরেই মেডিক্যাল ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।