দার্জিলিং, 13 মার্চ :ফের চিতাবাঘের হামলা । এই নিয়ে এক মাসের মধ্যে তিনবার লোকালয়ে চিতাবাঘের হামলা হল (3 Person Injured on Leopard Attacked) । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে । এই নিয়ে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন 3 জন । আহতরা হলেন, রতন নাগেশিয়া, ধিরজ নাগিশিয়া ও শিবাজি নাগিশিয়া । রবিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা গ্রামপঞ্চায়েতের অর্ন্তগত শিমূলবাড়ি মালিভিটা এলাকার ঘটনা ৷
বন দফতর সূত্রে জানা গিয়েছে, আহতরা সকলেই শিলিগুড়ি সংলগ্ন সুকনা গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ির মালিভিটার বাসিন্দা । তারা এখন স্থানীয় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পরেই রবিবার হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে যান জিটিএ'র সভাসদ পরেশ তির্কি । তিনি আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, এদিন বিকেল নাগাদ মালিভিটাতে গৃহপালিত পশুদের নিয়ে বাড়ি ফেরার পথে আচমকা হামলা চালায় একটি চিতাবাঘ । সেইসময় তারা চিৎকার শুরু করলে ছুটে আসে গ্রামবাসীরা । স্থানীয়রা গিয়ে তিনজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরাও । তিনজনের মধ্যে দু'জনের শরীরে গুরুতর আঘাত রয়েছে বলে হাসাপাতাল সূত্রে খবর।