শিলিগুড়ি, 26 মে: দক্ষিণী ছবি পুষ্পার কথা মনে আছে ? যেখানে দুধের ট্যাঙ্কার কিংবা ট্রাকে আলাদা চেম্বার বানিয়ে চন্দন কাঠ পাচার হতে দেখা গিয়েছে । আর এবার সেই সিনেমারই পাচারের কায়দা নকল করে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা ৷ ট্রাকের পিছনে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ । ঘটনায় গ্রেফতার দুই । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
ঘটনাটি শিলিগুড়ির । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার করা হয় 2 কুইন্টাল 23 কেজি গাঁজা । সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার পুলিশ । সন্দেহভাজন একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয় । শুরুতে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল ট্রাকটি খালি । এরপরেই ভালো করে তল্লাশি চালানোর পর দেখা যায় সেখানে একটি গোপন চেম্বার রয়েছে । তা থেকেই উদ্ধার হয় প্রায় 2 কুইন্টাল 23 কেজি গাঁজা । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 34 লক্ষ টাকা । ঘটনায় গ্রেফতার করা হয় নীতিশ কুমার এবং মহম্মদ সালাম নামে দুই যুবককে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা দুজনেই বিহারের বেগুসাইয়ের বাসিন্দা ।