শিলিগুড়ি, 6 জানুয়ারি: করোনা পরবর্তী সময়ে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলার পর্যটন শিল্প। চলতি পর্যটন মরশুমে রেকর্ড আয় করেছে বন দফতর। পাহাড়ে তিলধারণের জায়গা নেই। পাহাড় থেকে সমুদ্র, সব জায়গাতেই শীতের পর্যটন মরশুমে উপচে পড়া ভিড়। বুকিং প্রায় সম্পূর্ণ সমস্ত হোটেলগুলোতে। সরকারি লজগুলোতেও মিলছে না জায়গা। পর্যটকদের কথা মাথায় রেখেই তাই এবার রাজ্যর সরকারি সমস্ত ট্যুরিস্ট লজ ও পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল পর্যটন দফতর ও পর্যটন উন্নয়ন নিগম।
পর্যটন কেন্দ্রগুলি ঢেলে সাজানোর জন্য বাংলায় বরাদ্দ 10 কোটি - পর্যটক
Tourism Center in Bengal: পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত ট্যুরিস্ট লজ ও পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর উদ্যোগ নিল পর্যটন উন্নয়ন নিগম ৷ তার জন্য় প্রথম দফায় বরাদ্দ হল 10 কোটি ৷
Published : Jan 6, 2024, 5:44 PM IST
পাহাড় থেকে সমুদ্র, রাজ্যের গুরুত্বপূর্ণ সব ট্যুরিস্ট লজ ও পর্যটন কেন্দ্রগুলোকে মেরামত ও সংস্কারের উদ্যোগ নিয়েছে পর্যটন উন্নয়ন নিগম। প্রথম দফায় বরাদ্দ করা হয়েছে প্রায় দশ কোটি টাকা। বরাদ্দ টাকায় রাজ্যের দশটি ট্যুরিস্ট লজ ও পর্যটন কেন্দ্র ঢেলে সাজিয়ে তোলা হবে বলে নিগম সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে রাজ্যের পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিক জ্যোতি ঘোষ বলেন,
"রাজ্যের পর্যটনমন্ত্রী তথা পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ইন্দ্রনীল সেনের উদ্যোগে মূলত ট্যুরিস্ট লজগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যটনের ভরা মরশুম। পর্যটকদের যাতে পরিষেবা পেতে কোনওরকম অসুবিধা না-হয় সেজন্য মেরামত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এই বছর পর্যটনে খুব ভালো ব্যবসা হয়েছে। পর্যটকদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। ফলে পরিষেবা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পর্যটন উন্নয়ন নিগম যে উদ্যোগ নিয়েছে তা খুব ভালো উদ্যোগ।"
- পর্যটন উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের মূল প্রবেশদ্বার, নিকাশি ব্যবস্থা-সহ মেরামত সংস্কারের জন্য 25 লক্ষ 37 হাজার টাকা ৷
- কলকাতার লেক গার্ডেনের মেরামত ও সংস্কারের জন্য 13 লক্ষ 25 হাজার টাকা ৷
- দার্জিলিং ট্যুরিস্ট লজ মেরামত, সংস্কার, বিদ্যুৎ পরিষেবার জন্য 28 লক্ষ 8 হাজার টাকা ৷
- জলপাইগুড়ির তিলোত্তমা পর্যটন কেন্দ্রর জন্য 4 লক্ষ টাকা ৷
- গাজোলডোবার ভোরের আলো পর্যটন কেন্দ্রে পুরনো কটেজ সংস্কার ও দু'টো হাইমাস লাইট স্থাপনের জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷
- পাশাপাশি মুর্শিদাবাদের মতিঝিল পর্যটন কেন্দ্রের নয়টি কটেজ মেরামত ও সংস্কারের জন্য 1 কোটি 33 লক্ষ 56 হাজার টাকা ৷
- ব্যারাকপুরের মঙ্গলধারা পর্যটন কেন্দ্রের জন্য 2 কোটি 8 লক্ষ 64 হাজার টাকা ৷
- কার্শিয়াং পর্যটন কেন্দ্রের জন্য 2 কোটি 36 লক্ষ 86 হাজার টাকা এবং কালিম্পং ট্যুরিজম কেন্দ্রের জন্য 1 কোটি 48 লক্ষ টাকা বরাদ্দ করেছে নিগম।