পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ি ভাড়া করে চলছিল ছাগল চুরি, বমাল ধরা পড়ল দুষ্কৃতী - goat

ফুলবাড়ি থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল ছাগল । আজ ছাগল চুরির সময় দুষ্কৃতীদের দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই তাঁরা সিভিক ভলান্টিয়ারদের খবর দেন । নাকা চেকিং শুরু হয় । একটি গাড়ি থেকে চুরি যাওয়া ছাগল ও এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা ৷

বমাল ধরা পড়ল দুষ্কৃতী

By

Published : Aug 19, 2019, 7:33 PM IST

গঙ্গারামপুর, ১৯ অগাস্ট : গাড়ি ভাড়া করে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক ৷ গঙ্গারামপুরের ফুলবাড়ির ঘটনা । ধৃতের নাম এখনও জানা যায়নি ৷ তবে তার বাড়ি বংশীহারির বুনিয়াদপুর এলাকায় ।

ফুলবাড়ি এলাকার মাঠ বা রাস্তা থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল ছাগল । আজ সকালে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বড়পাড়া এলাকায় রাস্তার ধারে একটি ছাগল বাঁধা ছিল ৷ ছাগলটিকে চুরি করার জন্য একটি ভাড়া গাড়ি চেপে সেখানে যায় চার যুবক ৷ চুরির সময় তাদের দেখে ফেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ তারা সিভিক ভলান্টিয়ারদের খবর দেন । এরপর নাকা চেকিং শুরু করে সিভিক ভলান্টিয়াররা । পাশাপাশি এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয়রা ৷ সেইসময় একটি গাড়ি থেকে চুরি যাওয়া ছাগল ও এক যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ওই যুবককে গণপ্রহারের দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা । যদিও গাড়িতে থাকা অপর তিন যুবক চম্পট দেয় ।

এই সেই গাড়ি

স্থানীয় বাসিন্দা সুজন দত্ত বলেন, "মাঝেমধ্যেই এলাকা থেকে ছাগল চুরি যেত । চোর ধরতে পারছিলাম না ৷ আজ ছাগল চুরির সময় চার যুবককে দেখে ফেলেন এক বাসিন্দা ৷ এরপরই আমরা ফুলবাড়িতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও অন্য স্থানীয় বাসিন্দাদের খবর দিই । এরপর গাড়িটিকে আটকানো হয় । এই ঘটনায় একজন ধরা পরলেও বাকি তিন জন পালিয়ে যায় ।"

ফুলবাড়িতে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার বলেন, "ছাগল চুরির খবর পেয়েই আমরা রাস্তায় নাকা চেকিং শুরু করি । সেই সময়ই আমরা এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ধরে ফেলি ৷ বাকি তিনজন ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । পরে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে আটক ওই যুবককে থানায় নিয়ে যায় ৷" ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details