পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার যুবক

হাসপাতালে চাকরি দেওয়ার টোপ ফেলে হাতেনাতে ধরা পড়ল প্রতারক । ধৃতের বিরুদ্ধে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ।

job fraudulence
job fraudulence

By

Published : Jul 26, 2020, 10:46 PM IST

হরিরামপুর, ২৬ জুলাই : চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠল কুশকারি এলাকার এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম চন্দন মোহন্ত । বয়স 45 বছর । নিজেকে হাইকোর্টের বিচারপতি বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যুবক-যুবতিদের চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা নিত বলে অভিযোগ ।

আজ দুপুরে হরিরামপুর ব্লকের BMOH সৌভিক আলমের কাছে কুশকারি এলাকার দু'জনকে হাসপাতালে চাকরি দেওয়ার কথা বললে BMOH তাকে কথার মাধ্যমে আটকে রাখেন । পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল ও হরিরামপুর থানার পুলিশ আসে । সেখানেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, “কুশকারি এলাকার এই চন্দন মহন্ত অনেকদিন ধরেই বুনিয়াদপুর-সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় প্রচুর যুবক-যুবতিদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা নিয়েছে । BMOH-এর অফিস থেকেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে । আমরা ওই যুবকের বিরুদ্ধে হরিরামপুর থানায় অভিযোগ করেছি এবং তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ।”

ABOUT THE AUTHOR

...view details