বংশীহারি, 21 জুলাই: একরত্তি দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পাঞ্জারিপাড়া সমসপুর এলাকায় । মৃত বধূর নাম জেলেখা বিবি(19), দুই সন্তান রাহুল আনসারি(3) ও রোহিত আনসারি(আড়াই) ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী নইমুদ্দিন আনসারি কর্মসূত্রে বিহারে থাকেন । স্ত্রী জেলেখা বিবির সঙ্গে বুধবার ফোনে কথা কাটাকাটি হয় নইমুদ্দিনের ৷ স্ত্রী বারবারই অসুস্থ ছোট ছেলের চিকিৎসা করাতে বাড়ি আসার কথা বলত ৷ কিন্তু নইমুদ্দিন বাড়ি না ফেরায় প্রায়দিনই ঝামেলা হত তাঁদের মধ্যে ৷ কিন্তু এদিন ফোনে ঝগড়া হওয়ার পরই দুপুর থেকে তিন ও আড়াই বছরের দুই ছেলেকে নিখোঁজ হয়ে যান জেলেখা বিবি ৷ পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজি করেও সেদিন সন্ধান পাওয়া যায়নি তিনজনের ৷ এরপরের দিন অর্থাৎ, বৃহস্পতিবার মা-সহ দুই ছেলেকে পার্শ্ববর্তী পুকুরে ভেসে থাকতে দেখেন এলাকাবাসীরা(Woman died by suicide jumping into pond with two sons)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় ৷