পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mother Suicide with Sons: স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা - Mother Suicide with Sons

বিহারে কর্মরত স্বামী ৷ ফোনে কথাকাটাকাটির পরই দুই সন্তানকে নিয়ে নিখোঁজ বধূ ৷ পরের দিন একরত্তি দুই ছেলের সঙ্গে বধূর দেহ উদ্ধার স্থানীয় পুকুর থেকে(Mother Suicide with Sons)৷

south dunajpur
দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ মহিলার

By

Published : Jul 21, 2022, 10:04 PM IST

বংশীহারি, 21 জুলাই: একরত্তি দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পাঞ্জারিপাড়া সমসপুর এলাকায় । মৃত বধূর নাম জেলেখা বিবি(19), দুই সন্তান রাহুল আনসারি(3) ও রোহিত আনসারি(আড়াই) ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী নইমুদ্দিন আনসারি কর্মসূত্রে বিহারে থাকেন । স্ত্রী জেলেখা বিবির সঙ্গে বুধবার ফোনে কথা কাটাকাটি হয় নইমুদ্দিনের ৷ স্ত্রী বারবারই অসুস্থ ছোট ছেলের চিকিৎসা করাতে বাড়ি আসার কথা বলত ৷ কিন্তু নইমুদ্দিন বাড়ি না ফেরায় প্রায়দিনই ঝামেলা হত তাঁদের মধ্যে ৷ কিন্তু এদিন ফোনে ঝগড়া হওয়ার পরই দুপুর থেকে তিন ও আড়াই বছরের দুই ছেলেকে নিখোঁজ হয়ে যান জেলেখা বিবি ৷ পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজি করেও সেদিন সন্ধান পাওয়া যায়নি তিনজনের ৷ এরপরের দিন অর্থাৎ, বৃহস্পতিবার মা-সহ দুই ছেলেকে পার্শ্ববর্তী পুকুরে ভেসে থাকতে দেখেন এলাকাবাসীরা(Woman died by suicide jumping into pond with two sons)। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন :অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী বধূ, গণপ্রহারে গুরুতর জখম শ্বশুর
এই বিষয়ে মৃতের দেওর রহিম আনসারি বলেন, বুধবার থেকে নিখোঁজ ছিল বৌদি ৷ আমি ও বাড়ির লোকজন রসিদপুর হাসপাতাল এবং গঙ্গারামপুর হাসপাতালে খোঁজ করেছি ৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । আজ এলাকার এক বাসিন্দা পুকুরের মধ্যে জেলেখা বিবি-সহ দুই সন্তানকে ভাসতে দেখে । আমার ধারণা দাদার সঙ্গে গণ্ডগোল হবার জন্য এই পথ বেছে নিয়েছে বৌদি ।

মৃত বধূর দেওরের বক্তব্য
এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, বংশীহারি ব্লকের পাঞ্জারিপাড়া এলাকায় এক মহিলা তাঁর দুই সন্তানের মৃতদেহ একটি পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখেন এলাকার লোকজন । তবে এটা খুন না অন্য কিছু তা ময়নাতদন্তে রিপোর্ট না আসলে বলা যাবে না ৷ তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :স্ত্রীর দুই প্রেমিকের ছবি গলায় ঝুলিয়ে 'আত্মঘাতী' স্বামী ! আটক স্ত্রী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details