পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Workers Arrested: বালুরঘাটে দণ্ডি কাণ্ডে গ্রেফতার দুই তৃণমূল কর্মী - তৃণমূল কর্মী

বালুরঘাটে আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর ঘটনায় অবশেষে পদক্ষেপ গ্রহণ প্রশাসনের ৷ এদিন দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

Balurghat atrocity victims
বালুরঘাটে দণ্ডি কাণ্ড

By

Published : Apr 13, 2023, 7:20 PM IST

বালুরঘাট, 13 এপ্রিল: বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর ঘটনায় অবশেষে বৃহস্পতিবার দু'জনকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃত তৃণমূল কর্মীদের নাম বিশ্বনাথ দাস ও আনন্দ রায় । যদিও মহিলাদেরকে যিনি দলীয় পতাকা তুলে দিয়েছিলেন সেই প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে এখনও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির ।

প্রসঙ্গত, গত শুক্রবার তপনের বাদ সনকইর গ্রামের আদিবাসী তিন মহিলাকে দেখা যায় বালুরঘাটের রাস্তায় দণ্ডি কেটে তৃণমূলের দলীয় কার্যালয়ে যাচ্ছেন । তার পরেই তৃণমূল জেলা কার্যালয়ে ওই তিন মহিলার হাতে দলীয় পতাকা তুলে দেন তৎকালীন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী । মহিলারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার তাঁরা গোফানগর এলাকায় বিজেপিতে যোগদান করেছিলেন । ঘটনার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে তৃণমূলে ফিরেছেন । এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল ও আদিবাসী সমাজ ।

বিজেপির পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলনে নেমে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষ । এমনকী এলাকার সাংসদ সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও এসটি কমিশনের নিকট অভিযোগ জানান । যার ভিত্তিতে বুধবার এসটি কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে । সেই দণ্ডি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এদিন বালুরঘাট থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে । তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

জেলার তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি জানান, দলের বিরুদ্ধে কেউ যদি কাজ করে থাকে তাহলে দল কাউকে বরদাস্ত করবে না । আইন আইনের পথেই চলবে । ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে । এর জন্য দল তাদের পাশে থাকবে না । যে অন্যায় করেছে সে উপযুক্ত শাস্তি পাবে । দল কখনই এরকম আচরণকে বরদাস্ত করবে না ।

বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান, বালুরঘাট থানার পুলিশ দণ্ডি কাণ্ডে দু'জনকে গ্রেফতার করেছে, কিন্তু আসল যে অপরাধী তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি । যার হাত ধরে মহিলারা তৃণমূলে যোগদান করেছে সেই প্রদীপ্তা চক্রবর্তীকে পুলিশ কী কারণে গ্রেফতার করছে না । শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব । বালুরঘাট জেলা আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী সজল ঘোষ জানান, দণ্ডি কাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুজনকে এদিন বালুরঘাট আদালতে তোলা হয় ৷ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক ধৃতদের জামিন না-মঞ্জুর করেছে ৷ তাদের চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । আগামী 17 এপ্রিল তাদের আবার আদালতে তোলা হবে ।

আরও পড়ুন:এক কিমি দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার

ABOUT THE AUTHOR

...view details