পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি রেভিনিউ দেওয়া হয়নি, শোরুম সিল করল পরিবহন বিভাগ - tractors showroom

সরকারি রাজস্ব দেয়নি শোরুম মালিকরা । আর তাই দক্ষিণ দিনাজপুরের একাধিক টোটো-ট্রাক্টরের শোরুমগুলি সিল করে দিল জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে ।

সরকারি রেভিনিউ দেওয়া হয়নি, শোরুম সিল করল পরিবহন বিভাগ
সরকারি রেভিনিউ দেওয়া হয়নি, শোরুম সিল করল পরিবহন বিভাগ

By

Published : Dec 13, 2020, 1:40 PM IST

বংশীহারি, 13 ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বেআইনিভাবে চলতে থাকা টোটো সহ অন্যান্য গাড়ির শোরুম বন্ধ করতে অভিযান শুরু করল জেলা পরিবহন বিভাগ । গতকাল সকাল থেকে জেলা পরিবহন আধিকারিক বিভিন্ন ব্লকে এই অভিযান শুরু করেন । সকাল থেকে সন্ধে পর্যন্ত মোট 6 টি শোরুম সিল করেন পরিবহন আধিকারিকরা । এই সমস্ত গাড়ির শোরুমগুলি সরকারি রেভিনিউ না দিয়ে তাদের কেনা বেচা চালাচ্ছিল । সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছিল তাতে, ভবিষ্যতে শোরুম মালিকরা সরকারি রেভিনিউ দিয়ে দিলে তবেই শোরুমগুলো ফের খোলার অনুমতি পাবে বলে জানিয়েছেন আধিকারিকরা ।

আরও পড়ুন :গঙ্গারামপুরে কিশোরকে গুলি করে খুন

সরকারি রাজস্ব না দিয়ে বুনিয়াদপুর সহ সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বেআইনিভাবে টোটো সহ অন্যান্য গাড়ির শোরুমে গাড়ি কেনা বেচার ব্যবসা চলত । সরকারি রাজস্বে ঘাটতি পড়ছিল । সেই ক্ষতি রুখতে গতকাল পরিবহন দপ্তরের আধিকারিকরা সন্দীপ সাহার নেতৃত্বে পুলিশের সহযোগিতায় শোরুমগুলি সিল করে দেয় । বুনিয়াদপুর পুরসভার শ্যামা পল্লি এলাকার ট্রাক্টরের শোরুম বন্ধ করে দেন আধিকারিকরা ।

আরও পড়ুন : 87 বছর পর পালিত "হিলি মেল ডাকাতি দিবস"

এবিষয়ে সন্দীপ সাহা বলেন, "জেলার বিভিন্ন টোটো-ট্রাক্টর শোরুমগুলোতে হানা দেওয়া হয়েছে । ওই সমস্ত শোরুমের বৈধ কাগজপত্র সরকারি রেভিনিউ দেওয়া আছে কি না ঠিকমতো সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে । সরকারি রেভিনিউ না দেওয়ার কারণে শোরুমগুলো সিল করে দেওয়া হয়েছে । যতদিন পর্যন্ত সমস্ত শোরুম মালিকরা সরকারি রেভিনিউ না দেবে ততদিন পর্যন্ত এই শোরুমগুলো খোলার অনুমতি দেওয়া হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details