হিলি, 26 জুন : ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ ।
জানা গেছে, হিলির বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত সরকারকে কাজ দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা দাবি করেন সুনীল বিশ্বাস । সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হওয়ার পরই তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল হিলি থানার পুলিশ তৃণমূল এই নেতাকে গ্রেপ্তার করে । ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।