পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি : গ্রেপ্তার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ - South dinajpur

ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । তাঁকে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ধৃত সুনীল বিশ্বাস

By

Published : Jun 26, 2019, 9:49 AM IST

হিলি, 26 জুন : ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গেছে, হিলির বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত সরকারকে কাজ দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা দাবি করেন সুনীল বিশ্বাস । সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হওয়ার পরই তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল হিলি থানার পুলিশ তৃণমূল এই নেতাকে গ্রেপ্তার করে । ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন : কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

এই বিষয়ে অভিযোগকারী জয়ন্ত সরকার বলেন, তিনি হিলি পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারের কাজ দেওয়ার কথা সুনীল বিশ্বাসকে বলেন । সেজন্য ঘুষ হিসেবে তাঁর থেকে দু'লাখ টাকা চান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । টাকা দিতে অস্বীকার করলে সুনীল বিশ্বাস তাঁকে হুমকি দেন । এরপরই তিনি হিলি থানায় সুনীল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । যদিও গোটা ঘটনায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ । গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ ।

আরও পড়ুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল

ABOUT THE AUTHOR

...view details