হিলি, 24 জুন : BJP-তে যোগ দিতে এখনও বাকি কয়েক ঘণ্টা । কিন্তু তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য়ের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা । যার জেরে ঘরছাড়া জেলা পরিষদের সদস্য গৌরী মালির পুত্র বিক্রম মালি সহ পরিবারের অন্যান্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হিলি থানার পুলিশ । অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ।
BJP-তে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । শনিবার সন্ধ্যায় তিনি দিল্লি যান । পাশাপাশি দিল্লি যান বিপ্লব ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতিসহ 12 জন সদস্য । তালিকায় রয়েছেন গৌরী মালি । এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীদের একাংশ ।