বালুরঘাট, 11 ডিসেম্বর: দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের 13 জন শ্রমিককে ফিরিয়ে আনতে তৎপর বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সোমবার দুবাইয়ে আটকে থাকা 13 জন শ্রমিকের নামের তালিকা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হাতে তুলে দিলেন বালুঘাটের সাংসদ ৷
উল্লেখ্য, গত 1 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিকদের কাজের প্রলোভনে দুবাই নিয়ে যাওয়া হয় । 6 তারিখে দুবাই পৌঁছে শ্রমিকেরা জানতে পারেন তাঁদের কম পারিশ্রমিক দেওয়া হবে ৷ অতিরিক্ত কাজও করানো হচ্ছে । তখন তাঁরা দেশে ফিরতে চান ৷ অভিযোগ, তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না ।
একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাঁদের পরিবারকে বিষয়টি জানান । এরপর পরিবারের লোকেরা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি জানালে তিনি ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আশ্বাস দেন । এ দিনই সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদন জানান ৷ ওই শ্রমিকদের নামের তালিকাও তিনি বিদেশমন্ত্রীর হাতে তুলে দেন ।