পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনের উপর নির্ভর করবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হবে কি না : সুকান্ত মজুমদার

আজ রাজ্যে পাঁচটি কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র বালুরঘাট । ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সুকান্তবাবু বলেন, "গতকাল পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো নয় । একাধিক জায়গায় মারামারি ও গন্ডগোল হয়েছে । ইচ্ছাকৃতভাবে কিছু স্পর্শকাতর বুথগুলিকে ফাঁকা রাখা হয়েছে । প্রশাসন কতটা নিরপেক্ষ থাকতে চায় তার উপর পুরো বিষয়টি নির্ভর করবে ।"

সুকান্ত মজুমদার

By

Published : Apr 23, 2019, 10:05 AM IST

বালুরঘাট, 23 এপ্রিল : "ভোটগ্রহণ শান্তিপূর্ণ হবে কি না তা প্রশাসনের উপর নির্ভর করবে ।" বললেন বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার । সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু । পাশাপাশি এক লাখের বেশি ভোটের ব্যবধানে জিতবেন বলেও আশা রাখছেন । আজ রাজ্যে পাঁচটি কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র বালুরঘাট । ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সুকান্তবাবু বলেন, "গতকাল পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো নয় । একাধিক জায়গায় মারামারি ও গন্ডগোল হয়েছে । ইচ্ছাকৃতভাবে কিছু স্পর্শকাতর বুথগুলিকে ফাঁকা রাখা হয়েছে । প্রশাসন কতটা নিরপেক্ষ থাকতে চায় তার উপর পুরো বিষয়টি নির্ভর করবে ।"

তিনি বলেন, "গঙ্গারামপুরের বেলবাড়ি অঞ্চলে তৃণমূলের কয়েকজন নেতা গুন্ডাগিরি চালায় । সেখানে একাধিক বুথে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়নি । পাশাপাশি নন্দনপুরেও ফাঁকা রাখা হয়েছে । সবাই জানে সেখানে বরাবর ঝামেলা হয় । গতকাল রাতেও আমাদের পতাকা পোড়ানো হয়েছে । তিনি আরও বলেন, "বালুরঘাট সহরের অন্তর্গত বুথগুলিতে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । সেখানে সেরকম কোনও অশান্তি হয় না । সেখানে কেন্দ্রীয়বাহিনী না থাকলেও হত । ইচ্ছাকৃতভাবেই এগুলো করা হচ্ছে ।"

পাশাপাশি তৃণমূলের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন, "গঙ্গারামপুরের বেশ কয়েকটি এলাকা থেকে গতরাত থেকেই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে । গঙ্গারামপুরে গতকাল আমাদের এক কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । তাঁর মাথায় 11টা সেলাই করতে হয়েছে । হাসপাতালে ভরতি করা হয়েছে । যারা এরকম ঘটনা ঘটায় তাদের হাতে গণতন্ত্র কতটা সুরক্ষিত তা প্রশ্নের বিষয় । আজ সকালেও অনেক জায়গায় আমাদের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details