পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মজুত ফুরোচ্ছে, ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলেন পুলিশ ও সাংবাদিকরা - কোরোনা ও লকডাউন

রাজ্যে ক্রমশ বাড়ছে রক্তের সংকট । জেলাগুলিতে কমছে মজুত রক্তের পরিমাণ । পরিস্থিতি রীতিমতো উদ্বেগজন, বলছেন চিকিৎসকরা । এমন চলতে থাকলে আগামীদিনে রক্তের আকাল দেখা দেবে সব জায়গায় । দক্ষিণ দিনাজপুরে আজ দু'টি ব্লাড ব্যাঙ্কে রক্তদান করলেন পুলিশকর্মী ও সাংবাদিকরা ।

south dinajpur
ছবি

By

Published : Mar 31, 2020, 8:05 PM IST

বালুরঘাট, 31 মার্চ : কোরোনা ও লকডাউনের জেরে রাজ্যে তৈরি হয়েছে রক্তের সংকট । রক্ত পাচ্ছে না থ্যালাসেমিয়া বা ক্যানসারে আক্রান্ত রোগীরা । প্রসূতিদের ক্ষেত্রেও এক অবস্থা । রাজ্যের পাশাপাশি অবস্থাটা একইরকম দক্ষিণ দিনাজপুরেও । এখানেও তৈরি হয়েছে তীব্র রক্ত সংকট । আজ রক্তের পরিমাণ এতটাই তলানিতে ঠেকে যে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকরা । বিষয়টি জানার পরই রক্তদানে এগিয়ে আসে পুলিশ ও সাংবাদিকরা ।

আজ দুপুরে বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেন পুলিশকর্মীরা । তাঁদের পাশাপাশি বালুরঘাটে রক্ত দেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের দু'জন সদস্য । আগামী দিনে রক্ত সংকট মেটাতে পুলিশকর্মীরা প্রতিদিন কম বেশি রক্তদান করবেন বলে জানালেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত ।

এমনিতেই গরম পড়লে রক্তের চাহিদা বাড়ে । যা মেটাতে ব্লাড ব্য়াঙ্কগুলিতে রক্তের মজুত কমতে থাকে । চলতি বছরে গোদের উপর বিষ ফোঁড়া কোরোনা । যার জেরে উদ্বিগ্ন রাজ্যের চিকিৎসক থেকে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ । থ‍্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তের চাহিদা থাকে । ক্যানসার, হিমোফিলিয়া-সহ নানা রোগের সঙ্গে পুড়ে যাওয়া বা বড় দুর্ঘটনায় জখমদেরও পর্যাপ্ত রক্ত লাগে । প্রসূতি ও অস্ত্রোপচারের সময় সংশ্লিষ্ট হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে রক্ত মজুত রাখতে হয় । কারণ রক্তের অভাবে যেকোনও মুহূর্তে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে । এক্ষেত্রে রক্তদান একমাত্র উপায় ।

কোরোনার জেরে 20 জনের বেশি সমাগম করা যাবে না । তাই আপাতত বন্ধ রক্তদান শিবির । সংকটে রাজ্যের সব ব্লাড ব্যাঙ্ক । দক্ষিণ দিনপাজপুরে এই পরিস্থতির কথা জানতে পেরে দু'টি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলেন পুলিশকর্মীরা । আজ বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে ১০ জন পুলিশকর্মী ও ১২ জন সিভিক ভলান্টিয়ার রক্ত দেন । অন্যদিকে, গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে প্রায় ২০ জন রক্ত দেন । রক্ত দেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের দু'জন সাংবাদিকও ।

এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, যতদিন লকডাউন চলছে ততদিন পর্যন্ত পুলিশকর্মীরা জেলার দু'টি ব্লাড ব্যাঙ্কে রক্তদান করবেন । কম পক্ষে 5 জন রক্ত দেবেন । প্রয়োজনে আগেরদিন দু'টি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হবে । তাদের কত রক্তের প্রয়োজন রয়েছে সেই মতো রক্ত দেওয়া হবে । পাশাপাশি কোথাও নিরাপদ দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির যদি করা যায় সেখানেও পুলিশকর্মীরা রক্তদান করবেন ।

ABOUT THE AUTHOR

...view details