নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ ভার্চুয়াল শুনানি - south dinajpur
ইন্টারনেট পরিষেবা না থাকায় গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ ভার্চুয়াল শুনানি ৷
বংশীহারী, 6 অগাস্ট: ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় গঙ্গারামপুর মহকুমা আদালতের ভার্চুয়াল শুনানি বন্ধ । এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । জানা গেছে BSNL- এর ইন্টারনেট পরিষেবার প্রায় 50 হাজার টাকা বাকি রয়েছে ৷ যে কারণে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে গত তিনদিন থেকে সমস্ত রকম শুনানি বন্ধ রয়েছে । মামলার শুনানি না হওয়ায় অসুবিধায় পড়েছে আদালতের আইনজীবী সহ সাধারণ মানুষ ।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের ইন্টারনেট পরিষেবার টাকা বকেয়া থাকায় নেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে BSNL কর্তৃপক্ষ । ইন্টারনেট সংযোগ না থাকায় আজ মহকুমা আদালতে কোনওরকম শুনানি হয়নি । ফলে প্রচুর মামলা জমে যাচ্ছে ৷ বিল জমা দিয়ে তাড়াতাড়ির মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর দাবি করেছে সাধারণ মানুষ ৷ এই বিষয়ে আদালতের আইনজীবী রণজিৎ সাহা জানান, "কোরোনা মোকাবিলায় আদালতে শুনানি অনলাইনে হচ্ছিল ৷ কিন্তু বিল বাকি থাকায় BSNL কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে । শুনানির কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।"