বংশীহারী, 3 জুন : এক রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । নাম সুরঞ্জিত পাল (24) । গতকাল মধ্যরাত নাগাদ বংশীহারী থানার শিবপুর মোড় থেকে পুলিশ ওই যুবককে আটক করে ।
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক যুবক - gun and cartridge
সন্দেহজনক গতিবিধি দেখে এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় পৌঁছায় । সন্দেহজনক গতিবিধি দেখে সুরঞ্জিতকে আটক করে পুলিশ । তার কোমরে ছিল একটি বন্দুক ও এক রাউন্ড গুলি । পরে তাকে গ্রেপ্তার করা হয় ।
এবিষয়ে বংশীহারী থানার IC মনোজিৎ সরকার বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বন্দুক উদ্ধার করা হয় । যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেপাজত চাওয়া হয়েছে । যুবকের কাছে কেন আগ্নেয়াস্ত্র ছিল, তার কী উদ্দেশ্য ছিল ও সে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।"