পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মবিরতির 23 দিন , বালুরঘাটে মৌনমিছিল আইনজীবীদের - বালুরঘাটে মৌন মিছিল

আইনজীবীদের কর্মবিরতির আজ 23তম দিনে হাওড়ার ঘটনায় দোষী পুলিশ ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে মৌনমিছিল করলেন বালুরঘাট আদালতের আইনজীবী ও ল'ক্লার্করা ।

আইনজীবীদের মৌনমিছিল

By

Published : May 17, 2019, 7:23 PM IST

Updated : May 17, 2019, 8:33 PM IST

বালুরঘাট, 17 মে : আইনজীবীদের কর্মবিরতি আজ 23 দিনে পড়ল । হাওড়ায় আইনজীবীদের উপর হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছিল । গত 25 এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর আদালতে এখনও চলছে সেই কর্মবিরতি । হাওড়ার ঘটনার প্রতিবাদে আজ ফের সরব হলেন বালুরঘাট আদালতের আইনজীবী ও ল'ক্লার্করা । দোষীদের শাস্তির দাবিতে মৌন মিছিল করেন তাঁরা । সেইসঙ্গে দোষী পুলিশদের শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক এবং দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে স্মারকলিপিও জমা করেন ।

উল্লেখ্য, এপ্রিল মাসের 24 তারিখ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগম চত্বরে উত্তেজনা ছড়ায় । হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । অভিযোগ ছিল, উকিলদের একাংশ রোজই নিজেদের গাড়ি পার্ক করতেন পৌরনিগম চত্বরে । এর ফলে পৌরনিগমের কর্মীরা নিজেদের গাড়ি পার্ক করার জায়গা পেতেন না । এই নিয়েই ওই দিন উভয়পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে । পরে শুরু হয় হাতাহাতি । উভয়পক্ষের ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় পৌরনিগম চত্বর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এমনকি কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । এরপরই উকিলদের উপর হামলার প্রতিবাদে গত 25-শে এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয় ।

অন্যদিকে আইনজীবীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন আদালতে নানাবিধ মামলার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও তাদের পরিবার । জামিনের জন্য আবেদনকারীদের রোজ আদালত চত্বরে চক্কর কাটতে হচ্ছে । বালুরঘাট আদালতে জামিন নিতে এসে মিন্টু দাস জানান, কয়েকদিন ধরেই একটি মামলার জামিন নিতে তিনি আদালতে আসছেন । কিন্তু জামিন হচ্ছে না । দিনের পর দিন ঘুরতে হচ্ছে । এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে বালুরঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, গত 24 এপ্রিল হাওড়ার আইনজীবীদের উপর পুলিশ নির্মম ভাবে লাঠি চার্জ করে । ঘটনায় দোষী পুলিশ কর্মী ও দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই এই মৌন মিছিল । তিনি আরও বলেন, "আমরা এই ঘৃণ্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি । আইন একটা সাংবিধানিক স্তম্ভ । সেই আইনের দরজায় এইভাবে অত্যাচার চালানো ঠিক হয়নি । বিষয়টা হাইকোর্টে বিচারাধীন । মামলা চলছে । আমরা বার কাউন্সিলের তরফে লড়াই চালাচ্ছি । আমরা আশা করছি প্রতিকার পাব । "

Last Updated : May 17, 2019, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details