রায়গঞ্জ, 5 মে : দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন অভিজ্ঞতা তাঁর ছিল না । নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে । একজন রাজনৈতিককর্মী হিসেবে তাঁকে কোনও দিনই দীর্ঘ সময় বাড়িতে বসে সময় কাটাতে হয়নি । লকডাউন ঘোষণার পর থেকে বাড়িতে বসেই কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন । বাড়িতে থাকাকালীন TV-তে খবর দেখা, খবরের কাগজ পড়া এবং নাতির সঙ্গে খেলাধুলা । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার খেতে হচ্ছে । লকডাউন ঘোষণার পর এভাবেই দিন কাটাছেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য ।
বাড়িতে বসেই জনগণের জন্য কাজ করছেন বিধায়ক - দক্ষিণ দিনাজপুর
দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে এই রকম পরিস্থিতির কখনও মুখোমুখি হতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি । বললেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য ।
তিনি বলেন, "দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে এই রকম পরিস্থিতির কখনও মুখোমুখি হতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি । বিশ্বজুড়ে একাধিক মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেন । দেশের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন । লকডাউনের জেরে রাজ্যে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছেন । মানুষের উপার্জন না থাকায় তাঁদের সংসার চলানো দুষ্কর হয়ে পড়েছে । রাজ্য তাঁদের পাশে আছে ৷"
ইটাহার বিধানসভা কেন্দ্রের অসহায় মানুষ বিনা পয়সায় রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী যাতে পান তা বাড়ি বসেই নিশ্চিত করা হয়েছে । সেই সঙ্গে দলীয় কর্মী, ছাত্র, যুবদের সঙ্গে নিয়ে অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অমল আচার্য । সেই সঙ্গে লকডাউনের মাঝে ঝড়-শিলাবৃষ্টিতে ইটাহার বিধানসভা এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সাহায্য এবং ফসল বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাও করা হচ্ছে বলেও জানিয়েছেন বিধায়ক ৷ সেই সঙ্গে সকল মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷