পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

mulahat co-operative : সমিতির টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন চেয়ারম্যান, গ্রেফতার চেয়ে বিক্ষোভে সদস্যরা - dangram

সমিতি থেকে লোন নেওয়া মোটা টাকা ফেরৎ দেননি প্রাক্তন চেয়ারম্যান ৷ সেই দাবিতে সরব হয়ে অবস্থান বিক্ষোভ করলেন মূলাহাট সমিতির সদস্যরা ৷

বিক্ষোভ
বিক্ষোভ

By

Published : Aug 3, 2021, 3:04 PM IST

হরিরামপুর, 3 অগস্ট : সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে লোনের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সদস্যরা ৷ ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতে দানগ্রাম এলাকার মূলাহাট সমবায় সমিতি ৷

সদস্যদের অভিযোগ, প্রাক্তন চেয়ারম্যান নারায়ণ সরকার ওরফে নকুল একসময় সমবায় সমিতি থেকে 67 লাখ টাকা লোন নেন ৷ অনেকদিন হয়ে গেলেও সেই লোনের টাকা না মিটিয়ে আত্মসাৎ করেন তিনি ৷

তারই প্রতিবাদে সোমবার মূলাহাট সমবায় সমিতির সদস্যরা হরিরামপুর চৌপথি এলাকায় অবস্থান বিক্ষোভে বসেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে নারায়ণ সরকারকে সমিতির বকেয়া টাকা ফেরত দিতে হবে । যদি তা না করে তবে প্রশাসনের পক্ষ থেকে যেন তাঁকে গ্রেফতার করা হয় ৷

সমিতির সদস্য জিয়াউল হুসেন জানান, হরিরামপুর ব্লকের দানগ্রাম এলাকায় রয়েছে মূলাহাট সমবায় সমিতি । বিগত দিনে নারায়ণ সরকার সমিতির চেয়ারম্যান পদে থাকাকালীন মোটা টাকা লোন নেন । বর্তমানে আসল ও সুদ মিলিয়ে তা প্রায় 67 লাখ 36 হাজার 606 টাকায় দাঁড়িয়েছে । এই টাকা পরিশোধ না করার জন্য বর্তমানে মূলাহাট সমবায় এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ।

অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে সমিতির সদস্যরা

আরও পড়ুন :Babul Supriyo : রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছেন, নাড্ডার সঙ্গে বৈঠক শেষে ঘোষণা বাবুলের

এর ফলে এখানকার প্রায় 999 জন সদস্য সমিতি থেকে কোনও রকম আর্থিক লেনদেন ও সুযোগ-সুবিধা কিছুই পাচ্ছেন না । তাঁদের দাবি, এই সমস্যা ক্রমবর্ধমান হলে সমিতি বন্ধ হয়ে যাবে । প্রাক্তন চেয়ারম্যানের এহেন লোন পরিশোধ না করার মনোভাবের জন্য বাকিরাও লোন পরিশোধে অনীহা দেখাচ্ছে ৷

তাই সমিতির সদস্যরা চাইছেন অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে একটি সদর্থক ভূমিকা পালন করুক ৷ যাতে এই সমিতিকে থেকে বাঁচানো যায় । এই সমবায় সমিতিকে বাঁচানোর লক্ষ্যেই সোমবারের অবস্থান বিক্ষোভের কারণ ৷

তবে যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই নারায়ণ সরকার বলেন, "আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন ৷ সমস্ত বিষয়টি আইন মোতাবেক হবে ৷ আমি আইনের উপরে আস্থা রাখি ।"

সমবায় সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে, তার জেরেই বিক্ষোবে সামিল সমিতির সদস্যরা

এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত হওয়ার প্রভাবেই কি মোটা টাকার লোন মাফ হয়ে যাবে ? চিন্তায় সমিতির সদস্যরা ৷

আরও পড়ুন :Suvendu Adhikari : সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সংক্রান্ত মিটিং বাতিলের নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details