পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে বাঁধ ভাঙল, বন্যার আশঙ্কা

বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ল গঙ্গারামপুরের একাধিক এলাকা । ঘর ছাড়া বহু পরিবার ।

গঙ্গারামপুরে বন্যা পরিস্থিতি

By

Published : Jul 16, 2019, 1:00 PM IST

Updated : Jul 16, 2019, 2:01 PM IST

গঙ্গারামপুর, 16 জুলাই : বাঁধ ভেঙে জলমগ্ন গঙ্গারামপুরের একাধিক এলাকা । পুনর্ভবা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে । স্থানীয়দের অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পরও দেখা মেলেনি কোনও প্রশাসনিক আধিকারিকের ।

টানা কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে পুনর্ভবা নদীতে । বাঁধ ভাঙার আশঙ্কায় বালির বস্তা দিয়ে তা আটকানোরও চেষ্টা করেন স্থানীয়রা । কিন্তু, গতরাত 3 টে 30 মিনিট নাগাদ ভেঙে যায় ফাটকাপাড়া বাঁধ । জলমগ্ন হয়ে পড়ে জয়পুর, নন্দনপুর, বজ্রাপুকুর এলাকা ।

বন্যা পরিস্থিতি গঙ্গারামপুর

গঙ্গারামপুরের BDO বিশ্বজিৎ ধাং বলেন, "বাঁধ ভেঙে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । স্থানীয় স্কুলগুলিতে ক্যাম্প চালু করা হবে । সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।"

এই সংক্রান্ত খবর : পুনর্ভবা ও টাঙ্গনে বাড়ছে জল, বালুরঘাটে বন্যা পরিস্থিতি

Last Updated : Jul 16, 2019, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details