পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় কী ব্যবস্থা সীমান্তে, খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার - DM visitis Hili to observe the precaution taken at border area

হিলি আন্তর্জাতিক সীমান্তে কোরোনা ভাইরাস মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কীভাবে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা , তা খতিয়ে দেখতে আজ বিকেলে হিলিতে গেলেন জেলাশাসক নিখিল নির্মল ।

corona
corona

By

Published : Mar 7, 2020, 7:56 PM IST

Updated : Mar 7, 2020, 11:01 PM IST

হিলি, 7 মার্চ : হিলি আন্তর্জাতিক সীমান্তে কোরোনা ভাইরাস মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কীভাবে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা , তা খতিয়ে দেখতে বিকেলে হিলিতে গেলেন জেলাশাসক নিখিল নির্মল ।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) প্রণবকুমার ঘোষ, সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্য পুলিশ আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা । বাংলাদেশ থেকে আগত প্রত্যেক ব্যক্তিকে স্ক্রিনিং করিয়ে তাঁদের থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় ।

ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 34 ছুঁয়েছে । ইতিমধ্যে কোরোনা ভাইরাস মোকাবেলায় কেন্দ্র এবং রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে । দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই নিয়ে গত বৃহস্পতিবার জেলার আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক । এই দিকে জেলায় রয়েছে আন্তর্জাতিক হিলি সীমান্ত । যেখানে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে 200-র বেশী নাগরিক ভারতে আসেন । কেউ চিকিৎসার জন্য আবার কেউ বা ভ্রমণের জন্য আসেন । বাংলাদেশ থেকে আসা নাগরিকদের 6 ফেব্রুয়ারি থেকে স্ক্রিনিং শুরু করা হয়েছে । ইনফ্রা রেড স্ক্যানার দিয়ে করা হচ্ছে স্ক্রিনিং । এছাড়াও বাংলাদেশ থেকে আগত ব্যক্তিদের গত একমাসের মধ্যে চিন, দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুরে গিয়েছিলেন কি না তাও যাচাই করছেন BSF কর্মীরা ।

কোরোনা মোকাবিলায় ব্যবস্থা খতিয়ে দেখতে হিলিতে জেলাশাসক

6 ফেব্রুয়ারি থেকে হিলি আন্তর্জাতিক চেকপোস্টে স্ক্রিনিং শুরু হয় । এখনও পর্যন্ত 6363 জনের স্ক্রিনিং করা হয়েছে । যদিও তাঁদের মধ্যে কারও শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায়নি । এমনকী এই দিন জেলাশাসক নিখিল নির্মল নিজেও ইনফ্রা রেড স্ক্যানার স্ক্রিনিং করে দেখেন । এই বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, কোরোনা ভাইরাস দিয়ে গত বৃহস্পতিবার জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক হয় । যেহেতু এই জেলায় হিলি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । তাই বাংলাদেশ থেকে আগত সকল নাগরিকদের স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি বাংলাদেশ থেকে আগত প্রত্যেকের কাছ থেকে সেল্ফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে, যে তাঁরা সম্প্রতি চীন দক্ষিণ কোরিয়া আবার সিঙ্গাপুরে ভ্রমণ করেছিলেন কি না ।

নভেল কোরোনা ভাইরাস নিয়ে কোনওরকম আতঙ্কিত হওয়ার বিষয় নেই । ইতিমধ্যে জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তাঁরা । অন্যদিকে বাংলাদেশ থেকে আসা ভারতীয় নাগরিক প্রসেনজিৎ সরকার জানান, আজ সকালেই তিনি বাংলাদেশে গিয়েছিলেন । হিলি সীমান্তের ওপার বাংলাদেশেও কোরোনা ভাইরাস মোকাবিলায় তাঁকে স্ক্রিনিং করানো হয় । আবার ভারতে আসার সময় BSF-র পক্ষ থেকে একইরকমভাবে স্ক্রিনিং করানো হয় । যাতে এই ভাইরাস ছড়াতে না পারে ।

Last Updated : Mar 7, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details