বংশীহারী ( দক্ষিণ দিনাজপুর), 20 অগাস্ট : রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ঘটনা । আজ সকাল 9টা থেকে এলাকার সাধারণ মানুষ বংশীহারী থেকে মহিপাল যাওয়ার রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন । এর জেরে বন্ধ থাকে জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ । কিন্তু পুলিশের উপস্থিতিতেও অবরোধ চালিয়ে যায় সাধারণ মানুষ । বিকেল 5টা পর্যন্ত অবরোধ চলতে থাকে । অবশেষে বংশীহারী ব্লকের BDO সুদিস্না পালের ব্রিজ সংস্কারের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা ।
লোহার বিজ্রের ভগ্নদশা হয়ে রয়েছে ইংরেজের আমল থেকে । প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলেই । অভিযোগ, সরকারি দপ্তরে গিয়েও কোনও কাজ হয়নি । BDO দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য জানানো হলেও কোনও ফল হয়নি । মিলেছে শুধুই প্রতিশ্রুতি । পথ অবরোধ করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ । রোগীকে প্রথমে ঘাড়ে করে জামার স্ট্যান্ডে নিয়ে যেতে হয় বলে দাবি গ্রামবাসীদের । এই লোহার ব্রিজের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো । যার ফলে প্রায় প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ।