পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি, বংশীহারীতে পথ অবরোধ গ্রামবাসীদের - দক্ষিণ দিনাজপুর

জামার এলাকার ব্রিজটি প্রায় 25 বছর ধরে খারাপ । 6 কিমি রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে । অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজনদের ।

বংশীহারী

By

Published : Aug 20, 2019, 9:06 PM IST

Updated : Aug 20, 2019, 9:13 PM IST

বংশীহারী ( দক্ষিণ দিনাজপুর), 20 অগাস্ট : রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ঘটনা । আজ সকাল 9টা থেকে এলাকার সাধারণ মানুষ বংশীহারী থেকে মহিপাল যাওয়ার রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন । এর জেরে বন্ধ থাকে জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ । কিন্তু পুলিশের উপস্থিতিতেও অবরোধ চালিয়ে যায় সাধারণ মানুষ । বিকেল 5টা পর্যন্ত অবরোধ চলতে থাকে । অবশেষে বংশীহারী ব্লকের BDO সুদিস্না পালের ব্রিজ সংস্কারের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা ।

লোহার বিজ্রের ভগ্নদশা হয়ে রয়েছে ইংরেজের আমল থেকে । প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলেই । অভিযোগ, সরকারি দপ্তরে গিয়েও কোনও কাজ হয়নি । BDO দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য জানানো হলেও কোনও ফল হয়নি । মিলেছে শুধুই প্রতিশ্রুতি । পথ অবরোধ করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ । রোগীকে প্রথমে ঘাড়ে করে জামার স্ট্যান্ডে নিয়ে যেতে হয় বলে দাবি গ্রামবাসীদের । এই লোহার ব্রিজের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো । যার ফলে প্রায় প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জামার এলাকার ব্রিজটি প্রায় 25 বছর ধরে খারাপ । 6 কিমি রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে । অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজনদের । ব্লকের BDO-কে রাস্তা অবরোধের কথা জানান বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারীক । এরপরই যুগ্ম BDO সোনম আলজো লামা-সহ বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ।

গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন, "বংশীহারী ব্লকের জামার এলাকার রাস্তা ও ব্রিজ বেহাল হয়ে রয়েছে । প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি । রাস্তা সংস্কারের জন্য আমরা ইতিমধ্যেই তিন বার অবরোধ করেছি । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । আমরা দ্রুত রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি জানাচ্ছি ।" অন্য এক গ্রামবাসী
রেজাউল করিম বলেন, "রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য অবরোধ করেও কোনও কাজ হয়নি । এলাকার সব রাস্তা পাকা হয়ে গেলেও আমাদের রাস্তা এখনও পাকা হয়নি ।"

বংশীহারী ব্লকের BDO সুদিস্না পাল জানান, জেলার DM-র সঙ্গে কথা বলে অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করা হবে ।

Last Updated : Aug 20, 2019, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details