পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উধাও কোরোনায় আক্রান্ত, পরে ফের সেফ হোমে - কোরোনা আক্রান্ত যুবককে উদ্ধার স্বাস্থ্যকর্মীদের

কোরোনা পজ়িটিভ খবর পেতেই বাড়ি থেকে উধাও আক্রান্ত ৷ পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আক্রান্তকে খুঁজে বের করে সেফ হোমে পাঠায় ৷

rescued corona positive young
উদ্ধার কোরোনা আক্রান্ত যুবক

By

Published : Aug 12, 2020, 2:02 PM IST

বালুরঘাট, 12 অগাস্ট : লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ খবর পেতেই বাড়ি থেকে পলাতক আক্রান্ত যুবক ৷ দিনভর খোঁজাখুঁজির পর রাতে আক্রান্তকে উদ্ধার করে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ৷ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আক্রান্তকে সেফ হোমে নিয়ে যাওয়া হয় ৷ মঙ্গলবার বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার ঘটনা ৷

জানা গেছে, ওই আক্রান্ত যুবক বালুরঘাটের পতিরাম গ্রাম পঞ্চায়েতের ঝাপুর্সি এলাকার বাসিন্দা ৷ পেশায় পরিযায়ী শ্রমিক ৷ দিল্লিতে কাজ করতেন ৷ সম্প্রতি তিনি দিল্লি থেকে বাড়ি ফিরেছেন ৷ তারপর তার সোয়াব টেস্ট করা হয় ৷ তার রিপোর্ট সোমবার সকালে পজ়িটিভ আসে ৷ স্বাস্থ্য বিভাগ থেকে তাকে ফোন মারফৎ জানান হয় ৷ তারপর থেকেই সে উধাও হয়ে যায় ৷

আরও জানা গেছে, গতকাল সকালে পতিরাম পেট্রল পাম্প এলাকায় দেখা গেলেও পরে সেখানে তার খোঁজ মেলেনি ৷ অবশেষে রাতে পতিরামের রানিবাজার এলাকায় ওই যুবককে দেখতে পায় স্থানীয় এক স্বেচ্ছাসেবী দল ৷ রাত 11 টা পর্যন্ত তাকে আটকে রাখা হয় ৷ তারপর পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে ওই যুবককে নিয়ে যায় ৷ চিকিৎসার জন্য সেফ হোমে পাঠায় ৷

এবিষয়ে স্বেচ্ছাসেবী দলের সদস্য বিশ্বজিৎ প্রামাণিক বলেন, "কোরোনা আক্রান্ত ওই যুবক দিন তিনেক আগে বাড়ি থেকে অশান্তি করে চলে গিয়েছে ৷ এরপর গতকাল রিপোর্টের খবর পেয়ে পতিরামের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল ৷ সারাদিন আমাদের সদস্যরা খুঁজে বেড়িয়েছে ৷ রাত 10 টা নাগাদ ওর খোঁজ মেলে ৷ তারপর 11 টা নাগাদ সেফ হোমে নিয়ে যায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ৷"

ওই যুবকের সংস্পর্শে কারা কারা এসেছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানান হয়েছে, বালুরঘাটে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 1922 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 1329 জন ৷ মৃত্যু হয়েছে 16 জনের ৷ আক্রান্তদের 8টি সেফ হোম ও একটি কোভিড হাসাপাতালে চিকিৎসা চলছে ৷ গতকাল পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছে 430 জন ৷ সেফ হোমে রয়েছে 388 জন ও 27 জন রয়েছে কোভিড হাসপাতালে ভরতি ৷

ABOUT THE AUTHOR

...view details