পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্য জয়, চাই AIIMS ; প্রচারে বালুরঘাটের কংগ্রেস প্রার্থী

প্রচারে শুরু করলেন বালুরঘাটের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার। জয়ী হলে বালুরঘাটে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস দিলেন মানুষকে।

প্রচারে কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার

By

Published : Mar 21, 2019, 12:32 PM IST

বালুরঘাট, 21 মার্চ : রায়গঞ্জে দীপা দাশমুন্সির পর AIIMS (অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস) ইশুতেই ভোটপ্রচার শুরু করল বালুরঘাট আসনের কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার। পাশাপাশি জয়ী হলে বালুরঘাটে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশ্বাস দেন তিনি। প্রচারে রেল ইশুকেও তুলে ধরেন মানুষের সামনে। প্রার্থী হওয়ার পর গতকাল বালুরঘাট জেলা কার্যালয়ে আসেন। কথা বলেন জেলা সভাপতি তপনকান্তি দেব সহ অন্য নেতৃত্বের সঙ্গে। এরপর দেওয়ালে নিজের নাম লিখে প্রচার শুরু করেন আবদুস।

এখনও জট কাটেনি বাম-কংগ্রেস জোটের। তার মধ্যেই কংগ্রেসের চারটি আসন বাদ দিয়ে 38 টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তেমনই কংগ্রেসও প্রথম দফায় 11টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বালুরঘাট আসনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার আবদুস সাদেক সরকারকে। আবদুস 2014 সালে AUIDF থেকে ভোটে লড়াই করেন। ভোট পেয়েছিলেন 10,547। এবছর তিনি বালুরঘাট আসনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। সোমবার(18 মার্চ) প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েন তিনি। ছোটো ছোটো সভা করেই প্রচার সারছেন। প্রচারে দেওয়াল লিখনের উপরও জোর দিচ্ছেন।

এবিষয়ে কংগ্রেস প্রার্থী আবদুস সাদেক সরকার বলেন, "মানুষ আমাদের একশো শতাংশ সমর্থন করছেন। এখানে কিছু ভোটার বলছে তৃণমূল জিতবে না। কিছু ভোটার বলছে BJP জিতবে না। আর বামফ্রন্ট তো নিজেই বলেছে জিতবে না। তাহলে কংগ্রেস জিতবে। কারণ এখনও পর্যন্ত কংগ্রেস জিতবে না, সেটা কেউ বলেনি। তাই আমি আশাবাদী এখানে কংগ্রেসই জিতবে। আমি জয়ী হলে প্রথম কাজ হবে জেলার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা।"

ABOUT THE AUTHOR

...view details