বালুরঘাট, 23 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের 42/221 ও 42/222 বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উভিযোগ উঠল । প্রত্যেক জায়গাতেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হয় । বিরোধীদের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপে রয়েছে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের ছবি । এই বিষয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিরোধীরা ।
ভোটার স্লিপে প্রার্থীর ছবি, কমিশনে নালিশ বিরোধীদের
বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের 42/221 ও 42/222 বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উভিযোগ উঠল । বিরোধীদের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপে রয়েছে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের ছবি । এই বিষয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিরোধীরা ।
ভোটার স্লিপে প্রার্থীর ছবি
এর আগে সকালে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূলের দিকে আঙুল তুলে অশান্তি ছড়ানোর অভিযোগ করেন । পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অশন্তোষ প্রকাশ করেন তিনি । তিনি বলেন, "গতকাল পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো নয় । একাধিক জায়গায় মারামারি ও গন্ডগোল হয়েছে । গঙ্গারামপুরের বেশ কয়েকটি এলাকা থেকে গতরাত থেকেই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে ।"