তপন , 28 ডিসেম্বর : কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক BSF জওয়ান । শনিবার সকালে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মৃতের নাম বিজয় সিং(51)।
কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত BSF জওয়ান - হৃদরোগে আক্রান্ত BSF জওয়ানের মৃত্যু
অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সীমান্তে ডিউটি করছিলেন বিজয়বাবু । কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা তাঁকে প্রথমে তপন গ্রামীণ ও পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । এরপর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
জানা গেছে, বিজয় সিং BSF র 122 ব্যাটেলিয়নের জওয়ান । বাড়ি হরিয়ানার মোহনপুর এলাকায় । তিনি তপন থানার লক্ষ্মীনারায়ণপুর BOP তে কর্মরত ছিলেন । অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সীমান্তে ডিউটি করছিলেন বিজয়বাবু । কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা তাঁকে প্রথমে তপন গ্রামীণ ও পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । এরপর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর । খবর পেয়ে হাসপাতালে আসে BSF র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা । আজ বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের পর BSF র হাতে তুলে দেওয়া হয় ।