গঙ্গারামপুর, 2 জুলাই : এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালিতলার ঘটনা । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় ।
গঙ্গারামপুরে বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা - gangarampur
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালিতলায় এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা । পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।
আজ সকালে ঝাড়ু দিতে বাড়ির বাইরে বের হন রণজিৎ সরকারের স্ত্রী । দরজা খুলেই বাড়ির সামনে দেখেন একটা সুতো দিয়ে বাধা গুলির মতন কিছু একটা পড়ে রয়েছে । বিষয়টি তিনি রণজিতবাবুকে জানান । তিনি দেখে প্রথমে বুঝতে পারেননি । পরে প্রতিবেশীরাই দেখে বলেন ওটা বোমা । প্রতিবেশীদের পরামর্শমত তিনি বোমাটি জল দিয়ে ভিজিয়ে দেন । এরপর গঙ্গারামপুর থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । বোমাটি বালতির জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করে দেয় ।
তবে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি বলেন, গঙ্গারামপুর কালীতলা এলাকায় সকালে রাস্তার পাশে একটি বাড়ির সামনে একটি হাত বোমা পাওয়া গিয়েছে । ওই বোমা উদ্ধার করে নিয়ে আশা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।