বালুরঘাট, ২২ ডিসেম্বর : জল্পনার অবসান হল রবিবার । আনুষ্ঠানিকভাবে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় । এদিন বালুরঘাটে জেলা সভানেত্রী অর্পিতা ঘোষের বাসভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় পতাকা লিপিকার হাতে তুলে দেওয়া হয় । আজ যোগদান শিবিরে অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব ।
প্রসঙ্গত, গত 24 জুন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে লিপিকা সহ মোট 10 জন তৃণমূল ছেড়ে BJP তে যোগ দিয়েছিল । এর ফলে রাজ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করার দাবি তুলেছিল BJP। যদিও কিছুদিন বাদেই আশা ভঙ্গ হয় । BJP ছেড়ে কয়েকজন জেলা পরিষদের সদস্য তৃণমূলে যোগ দেয় । যদিও জেলা পরিষদের এক তৃতীয়াংশ সদস্য BJP র হাতেই ছিল । গত 27 অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন BJP সদস্যা শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগদান করেন । এরপরই দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে ফের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । কিন্তু BJP র সভাধিপতি হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল । গত 13 ডিসেম্বর BJP সদস্য তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁঞা দল ছাড়েন । আবার আজ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ।