বংশীহারি, 27 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা । এই স্ট্রংরুমে রয়েছে জেলার 1 হাজার 755টি বুথের ইভিএম । কুশমণ্ডি, হরিরামপুর, বালুরঘাট, কুমারগঞ্জ, তপন বিধানসভা আসনের গণনাকেন্দ্র করা হয়েছে বুনিয়াদপুর পুরসভার বুনিয়াদপুর কলেজে এবং বালুরঘাট কলেজে । এই দুটি কলেজে কড়া পাহারায় রয়েছে 6টি বিধানসভার বিভিন্ন দলের প্রার্থীদের ইভিএম ।
সোমবার ছিল দক্ষিণ দিনাজপুরের সপ্তম দফার বিধানসভা নির্বাচন । বর্তমানে ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য । সমস্ত বুথ থেকে ইভিএম পৌঁছে গিয়েছে রিসিভিং সেন্টারে । হরিরামপুর ও কুশমণ্ডি বিধানসভা ডিসিআরসি সেন্টার হয়েছিল বুনিয়াদপুর কলেজে । নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে।