পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাগ্যের ঘরে কড়া নজর বাহিনীর - কেন্দ্রীয় বাহিনী

24 ঘণ্টা সশস্ত্র বাহিনীর কড়া পাহারায় রয়েছে স্ট্রং রুম । 24 ঘণ্টা চলছে সিসিটিভির নজরদারিও ।

Strict guard of central forces in strong room at south Dinajpur
Strict guard of central forces in strong room at south Dinajpur

By

Published : Apr 27, 2021, 7:47 PM IST

বংশীহারি, 27 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা । এই স্ট্রংরুমে রয়েছে জেলার 1 হাজার 755টি বুথের ইভিএম । কুশমণ্ডি, হরিরামপুর, বালুরঘাট, কুমারগঞ্জ, তপন বিধানসভা আসনের গণনাকেন্দ্র করা হয়েছে বুনিয়াদপুর পুরসভার বুনিয়াদপুর কলেজে এবং বালুরঘাট কলেজে । এই দুটি কলেজে কড়া পাহারায় রয়েছে 6টি বিধানসভার বিভিন্ন দলের প্রার্থীদের ইভিএম ।

সোমবার ছিল দক্ষিণ দিনাজপুরের সপ্তম দফার বিধানসভা নির্বাচন । বর্তমানে ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য । সমস্ত বুথ থেকে ইভিএম পৌঁছে গিয়েছে রিসিভিং সেন্টারে । হরিরামপুর ও কুশমণ্ডি বিধানসভা ডিসিআরসি সেন্টার হয়েছিল বুনিয়াদপুর কলেজে । নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে।

আরও পড়ুন: বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন

24 ঘণ্টা সশস্ত্র বাহিনীর কড়া পাহারায় রয়েছে স্ট্রং রুম । 24 ঘণ্টা চলছে সিসিটিভি-র নজরদারিও । এবারের নির্বাচনে 37 নম্বর কুশমণ্ডি বিধানসভার 2 লাখ 19 হাজার 675 জন ও 42 হরিরামপুর বিধানসভার 2 লাখ 27 হাজার 964 জন ভোটার ছিলেন । কুশমণ্ডি বিধানসভায় 80 শতাংশ ভোট ও হরিরামপুর বিধানসভায় 79 দশমিক 59 শতাংশ ভোট পড়েছে । আগামী 2 মে সকালে বুনিয়াদপুর কলেজে ভোট গণনার কাজ শুরু হবে ।

ABOUT THE AUTHOR

...view details