হিলি, 27 জুন : BJP-তে যোগদানের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যর বাড়িতে দুষ্কৃতী হামলা । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
BJP-তে যোগদানের জের, জেলা পরিষদ সদস্যের বাড়িতে হামলা - district council member
BJP-তে যোগদানের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা ।
বিপ্লব মিত্রের সঙ্গে দিল্লিতে BJP-র সদর দপ্তরে যোগদান করতে যান জেলা পরিষদের হিলি এলাকার সদস্য গৌরী মালি । সোমবার তিনি BJP-তে যোগদান করেন । BJP-তে যোগদানের কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ । রবিবার সন্ধে নাগাদ তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার অভিযোগও দায়ের করা হয় । গতকাল রাতে গৌরী মালী দিল্লি থেকে ফিরলে আবারও তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । ঘরের আলমারি ভেঙে লুটপাট চালায়।
পরপর দুবার গৌরী মালির বাড়িতে দুষ্কৃতীদের হামলার খবর পেয়ে রাতেই তাঁর সঙ্গে দেখা করতে যান BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার । শুভেন্দুবাবু বলেন, গৌরী মালি তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছেন । আর জেলা পরিষদ BJP-র দখলে এসেছে । গৌরী মালির যোগদানের একদিন আগে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । গতকাল রীতিমতো তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুষ্কৃতীরা গয়না, মূল্যবান জিনিস, দরকারি নথি ছিনতাই করে । গৌরী মালির পরিবারকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেন তাঁরা ।