পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে একদিনে সংক্রমিত 89, তড়িঘড়ি বৈঠক জেলা প্রশাসনের

দক্ষিণ দিনাজপুরে একদিনে কোরোনায় আক্রান্ত 89 জন। এই পরিস্থিতিতে কীভাবে কোরোনার মোকাবিলা করা যায় এবং এই মুহূর্তে কী করণীয় তা নিয়ে আলোচনা করল জেলা প্রশাসন৷ বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত৷

89 affected by corona in one day in South Dinajpur
89 affected by corona in one day in South Dinajpur

By

Published : Jul 18, 2020, 12:35 AM IST

বালুরঘাট, 18 জুলাই : একদিনে সর্বোচ্চ 89 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলতেই তড়িঘড়ি বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । শুক্রবার দুপুরে বালুরঘাট সার্কিট হাউসে বৈঠক হয় । ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, অতিরিক্ত জেলাশাসক প্রণব কুমার ঘোষ, সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়সহ বিভিন্ন এলাকার BMOH ও হাসপাতাল সুপাররা ।

বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল, কীভাবে কোরোনার মোকাবিলা করা যায় এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করণীয় । শুক্রবার পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 552 জন । এর মধ্যে 309 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । তবে দিন দিন জেলায় কোরোনার সংক্রমণ বেড়ে চলায় চিন্তিত জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগ ।

বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের লক্ষণ নেই, কিন্তু কোরোনায় আক্রান্ত তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হবে । ওই রোগীদের বাড়িতে একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী রোজ গিয়ে চিকিৎসা করবেন । পাশাপাশি জেলার একটি কন্ট্রোল রুম থেকে ওই রোগীদের নানারকম শারীরিক সুবিধা-অসুবিধার খোঁজখবর নেওয়া হবে ।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগের প্রোটোকল অনুসারে, সন্দেহজনক রোগীদের সোয়াব পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । নতুন করে ব্রড বেসড কনটেনমেন্ট জ়োন হিসেবে জেলায় মোট 30টি এলাকা নির্ধারণ করা হয়েছে । জেলাশাসক বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে । সবাইকে অনুরোধ, কেউ যেন লকডাউনের নিয়ম না ভাঙেন । সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে ।”

ABOUT THE AUTHOR

...view details