পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে একদিনে সংক্রমিত 89, তড়িঘড়ি বৈঠক জেলা প্রশাসনের - কোরোনা সংক্রমণে সর্তকতা

দক্ষিণ দিনাজপুরে একদিনে কোরোনায় আক্রান্ত 89 জন। এই পরিস্থিতিতে কীভাবে কোরোনার মোকাবিলা করা যায় এবং এই মুহূর্তে কী করণীয় তা নিয়ে আলোচনা করল জেলা প্রশাসন৷ বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত৷

89 affected by corona in one day in South Dinajpur
89 affected by corona in one day in South Dinajpur

By

Published : Jul 18, 2020, 12:35 AM IST

বালুরঘাট, 18 জুলাই : একদিনে সর্বোচ্চ 89 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলতেই তড়িঘড়ি বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । শুক্রবার দুপুরে বালুরঘাট সার্কিট হাউসে বৈঠক হয় । ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, অতিরিক্ত জেলাশাসক প্রণব কুমার ঘোষ, সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়সহ বিভিন্ন এলাকার BMOH ও হাসপাতাল সুপাররা ।

বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল, কীভাবে কোরোনার মোকাবিলা করা যায় এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করণীয় । শুক্রবার পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 552 জন । এর মধ্যে 309 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । তবে দিন দিন জেলায় কোরোনার সংক্রমণ বেড়ে চলায় চিন্তিত জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগ ।

বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের লক্ষণ নেই, কিন্তু কোরোনায় আক্রান্ত তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হবে । ওই রোগীদের বাড়িতে একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী রোজ গিয়ে চিকিৎসা করবেন । পাশাপাশি জেলার একটি কন্ট্রোল রুম থেকে ওই রোগীদের নানারকম শারীরিক সুবিধা-অসুবিধার খোঁজখবর নেওয়া হবে ।

অন্যদিকে স্বাস্থ্য বিভাগের প্রোটোকল অনুসারে, সন্দেহজনক রোগীদের সোয়াব পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । নতুন করে ব্রড বেসড কনটেনমেন্ট জ়োন হিসেবে জেলায় মোট 30টি এলাকা নির্ধারণ করা হয়েছে । জেলাশাসক বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে । সবাইকে অনুরোধ, কেউ যেন লকডাউনের নিয়ম না ভাঙেন । সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে ।”

ABOUT THE AUTHOR

...view details