পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi infiltration : বুনিয়াদপুরে গ্রেফতার 7 বাংলাদেশ অনুপ্রবেশকারী - উত্তর দিনাজপুর

চোরাপথে ভারতে ঢুকছিল বাংলাদেশের নাগরিক ৷ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ ৷

গ্রেফতার 7 জন বাংলাদেশ অনুপ্রবেশকারী
গ্রেফতার 7 জন বাংলাদেশ অনুপ্রবেশকারী

By

Published : Aug 25, 2021, 6:56 PM IST

বংশীহারী, 25 অগস্ট : চোরাপথে ভারতে অনুপ্রবেশকারী 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ । ধৃতদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায় । উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকার বিষ্ণুপুর সীমান্ত দিয়ে চোরাপথে তারা ভারতে ঢুকেছিল । কালিয়াগঞ্জ থেকে সরকারি বাসে চেপে গভীর রাতে বুনিয়াদপুরে আসছিল দিল্লি পাড়ি দেওয়ার উদ্দেশে ।

গতকাল রাতে সরকারি বাসে চেপে উত্তর দিনাজপুরের বিষ্ণুপুর সীমান্ত দিয়ে 7 জন বাংলাদেশি দিল্লিতে পাড়ি দেওয়ার জন্যে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে আসে । গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ গতকাল রাতে 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায় ।

আরও পড়ুন : South Dinajpur : স্বাধীনতার 3দিন পর ভারতে অন্তর্ভুক্তি, 18 অগস্ট স্বাধীনতা দিবস পালন বালুরঘাটবাসীর

এই বিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "গতকাল রাতে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরগামী সরকারি বাস থেকে 7 জন বাংলাদেশিকে আমরা গ্রেফতার করি । তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকায় তাদের থানায় নিয়ে আসি ৷ তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি সিম-সহ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে ।"

গ্রেফতার 7 জন বাংলাদেশ অনুপ্রবেশকারী

ধৃতরা পারভেজ রহমান (27), তৌহিদ খান (23), রুকুনুর জামান (27), কেরামত আলী (40), আবু তাহের (19), নাজমুল হক সাগর (20) ও আবু কাউসার শাহিদ (18) । ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমার আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details