পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Miscreants Attack Youth: মদ্যপদের হাত থেকে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রতিবাদী যুবক - মদ্যপদের হাত থেকে

মদ্যপ যুবকদের হাত থেকে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নরেন্দ্রপুরে আক্রান্ত খোদ প্রতিবাদী (Miscreants Attack Youth) ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্বজিৎ মণ্ডল নামে ওই যুবক ৷

Miscreants Attack Youth
আক্রান্ত বিশ্বজিৎ মণ্ডল

By

Published : Feb 13, 2023, 11:26 AM IST

মদ্যপদের হাত থেকে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রতিবাদী যুবক

নরেন্দ্রপুর, 13 ফেব্রুয়ারি: কয়েকজন যুবক বেধড়ক মারধর করছে এক বৃদ্ধকে । রাস্তায় চোখের সামনে এই নৃশংস ঘটনা ঘটতে দেখে না-থাকতে পেরে মদ্যপ যুবকদের হাত থেকে বৃদ্ধকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছিলেন যুবক । নেশার ঘোরো প্রতিবাদীকেই বেধড়ক মারধর করা বয় বলে অভিযোগ ৷ এমনকী ইট দিয়ে মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনই ভয়াবহ অভিযোগ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গোপালনগরের । আহত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল (Youth injured while saving old man from miscreants) ৷

জানা গিয়েছে, স্থানীয় একটি দোকান থেকে ফল কেনেন গৌর বিশ্বাস ও নিতাই বিশ্বাস নামে দুই ব্যক্তি । ফল বিক্রেতা 62 বছর বয়সি বিনোদ ঘরামি ফলের দাম চাইলে তাঁকে মদ্যপ অবস্থায় মারধর করা হয় বলে অভিযোগ । বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে আসেন প্রতিবেশী বিশ্বজিৎ মণ্ডল । তিনি প্রতিবাদ করায় তাঁকেও মারধর করা হয়। ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে রবিবার । এই ঘটনায় রবিবার রাতেই নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিশ্বজিৎ মণ্ডল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আক্রান্ত বিশ্বজিৎ মণ্ডল বলেন," আমার বাড়ির সামনে এক বয়স্ক ভদ্রলোকের ফলের দোকান রয়েছে ৷ গৌর বিশ্বাস ও নিতাই বিশ্বাস ওই দোকান থেকে ধারে ফল কেনে ৷ দোকানদার তাদের কাছে ফলের টাকা চান ৷ সেসময় মদ্যপ অবস্থায় ওই ব্যবসায়ীকে গালিগালাজ শুরু করে ওই দু'জন ৷ এরপর তাঁর টিনের দোকানের ভেতরে ফেলে বয়স্ক ফল ব্যবসায়ীকে মারধর করে গৌর ও নিতাই ৷ আমি প্রতিবাদ করায় তাঁরা পাশে পড়ে থাকা ইট তুলে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় ৷"

আরও পড়ুন:রাস্তার ধার থেকে উদ্ধার কয়েকশো ভোটার কার্ড, চাঞ্চল্য বাসন্তীতে

ABOUT THE AUTHOR

...view details