মথুরাপুর, 16 মে: সপ্তম দফার ভোটে EVM লুটের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রীর আশঙ্কা, রাতের অন্ধকারে EVM বদলাতে পারে BJP । এর জন্য দলীয় কর্মীদের পাশাপাশি মহিলাদেরও সতর্ক থাকার পরামর্শ দিলেন মমতা।
ভোট লুট রুখতে পারলেই ভবিষ্যত গড়ে দেব : মমতা - modi
আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেই সভায় শুধু মোদিকে আক্রমণ করাই নয়, এ বার EVM লুট, EVM বদলের আশঙ্কাও প্রকাশ করলেন তৃণমূল নেত্রী ।
আজই সপ্তম দফায় ভোটের আগে শেষ প্রচার । আগামীকাল ছিল মথুরাপুরে মমতার সভা । কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজই প্রচারের শেষ দিন । স্বাভাবিক ভাবেই এ দিনের জনসভা থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মমতা। শুধু মোদিকে আক্রমণ করাই নয়, এ বার EVM লুট, EVM বদলের আশঙ্কাও প্রকাশ করলেন তৃণমূল নেত্রী ।
মমতার কথায়, "ওরা রাতের বেলা লোক ঢুকিয়ে EVM বদলের চেষ্টা করবে । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করতেই হবে ।'' কীভাবে সেই চেষ্টা ব্যর্থ করা হবে ? সেই উপায়ও বাতলে দিয়েছেন তৃণমূল নেত্রী । মমতা বলেন, "কেউ জল দিলে খাবেন না । খাবার দিলে খাবেন না । স্ট্রং রুম পাহারা দেবেন । মা-বোনকে দায়িত্ব নিয়ে এগোতে হবে ।" EVM লুটের চেষ্টা হচ্ছে, এর প্রমাণ দিতে পারলেই ভবিষ্যত গড়ে দেওয়ার আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো । বলেন, "প্রমাণ দিন । ভবিষ্যত গড়ে দেব । মানে বুঝতেই পারছেন কী বলতে চাইছি । যা প্রমাণ পাবেন প্রথমে পুলিশে জানান । তৃণমূল নেতাদের জানান । কেউ না শুনলে সংবাদমাধ্যমকে জানান । কেউ না কেউ আমাদের খবর দেবে ।"