পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Ambulance : গোসাবার মানুষের চিকিৎসার সুবিধার্থে ওয়াটার অ্যাম্বুল্যান্স চালু - বঙ্কিম হাজরা

রাত-বিরেতেই হোক বা যে-কোনও সময়, এবার আর রোগীকে নিয়ে নদী পেরিয়ে ওপারে যেতে সমস্যা হবে না গোসাবার বাসিন্দাদের ৷ রাজ্য সরকারের তরফে চালু করা হল ওয়াটার অ্যাম্বুল্যান্স ৷

ওয়াটার অ্যাম্বুলেন্স
ওয়াটার অ্যাম্বুলেন্স

By

Published : Sep 7, 2021, 7:47 PM IST

গোসাবা, 7 সেপ্টেম্বর : কয়েকদিন আগে জলমগ্ন গোসাবায় ত্রাণ বিলি করতে এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাত-বিরেত হোক বা যে-কোনও সময় কেউ অসুস্থ হলে ওপারে নিয়ে যেতে ভীষণ সমস্যা হয় ৷ তাই একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলে খুব ভাল হয় ৷

সেদিন স্থানীয় বাসিন্দাদের কাছে সমস্যার কথা শোনার পর থেকেই মন্ত্রী পরিকল্পনা নিয়েছিলেন তা সমাধান করার ৷ সেই মতোই রাজ্য সরকারের তরফে ওয়াটার অ্যাম্বুল্যান্স তৈরি করা হয় ৷ আর মঙ্গলবার দুপুরে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবা জেটিঘাটে তা উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷

ওয়াটার অ্যাম্বুল্যান্স

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক আজাহার জিয়া, ক্যানিং পূর্ব ও পশ্চিম কেন্দ্রের বিধায়ক শওকাত মোল্লা, পরেশরাম দাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস হালদার, বিডিও সৌরভ মিত্র প্রমুখ ।

গোসাবায় চালু হল ওয়াটার অ্যাম্বুল্যান্স

এদিন ওয়াটার অ্যাম্বুল্যান্স উদ্বোধন করার পর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগ ও অনুপ্রেরণায় গোসাবা বিডিও জেটিঘাটে উদ্বোধন হল ওয়াটার অ্যাম্বুল্যান্স । গোসাবা ব্লকের বেশিরভাগ দ্বীপগুলিতে জলপথই একমাত্র ভরসা । ফলে চিকিৎসার জন্য ক্যানিং কিংবা কলকাতায় নিয়ে যেতে গেলে বিভিন্ন সমস্যা হত । এই ওয়াটার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে গোসাবার হাজার হাজার মানুষ উপকৃত হবেন ।

আরও পড়ুন :Whale Body : নামখানার সৈকতে ভেসে এল বিশালাকার তিমির মৃতদেহ

ABOUT THE AUTHOR

...view details