মগরাহাট,27 এপ্রিল : প্রসূতির মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ রবিবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার ঝিনকির হাট এলাকায় ৷ খবর পেয়ে সেখানে আসে মৃতার পরিবার ৷ ভিড় জমায় মৃতার প্রতিবেশীরাও ৷ ঘটনার জেরে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় হাসপাতালটিতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মগরাহাট থানার পুলিশ ৷
রবিবার দুপুরে দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে ময়না নস্করকে (28) ভর্তি করা হয়েছিল 'দি মেডিকেল' নামে একটি বেসরকারি হাসপাতালে ৷ ভর্তির কিছুক্ষণ পর এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, প্রসবের পর থেকে আর কোনও চিকিৎসা হয়নি ময়নার ৷ বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ সেসময়ও চিকিৎসার জন্য কোনও ডাক্তার বা নার্সকে পাওয়া যায়নি ৷ পরে চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ৷