পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Girls Drown: লক্ষ্মীপুজোর দিন পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই কিশোরীর - পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরীর

বকুলতলা থানা এলাকার সাহাজাদাপুর মণ্ডলপাড়া গ্রামে লক্ষীপুজোর দিনেই নামল শোকের ছায়া ৷ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল স্থানীয় দুই কিশোরীর ।

Girls Death Case
পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই কিশোরীর

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 10:31 PM IST

জয়নগর, 28 অক্টোবর: লক্ষ্মীপুজোর দিনেই মর্মান্তিক দুর্ঘটনা । পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বকুলতলা থানা এলাকার সাহাজাদাপুর মণ্ডলপাড়া গ্রামে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে শনিবার। 13-14 বছরের ওই দুই কিশোরীর পুকুরে স্নান করতে নেমেছিল ৷ জলে ডুবে মৃত্যু হয় দু'জনেরই ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে জয়নগর 2 নং ব্লকের বকুলতলা থানা এলাকার সাহাজাদাপুর পঞ্চায়েতের মণ্ডলপাড়া এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল দুই কিশোরী ৷ তাদের একজনের বয়স 13 বছর ৷ অন্যজনের বয়স 14 ৷ বাড়ির কেউই জানত না যে তারা পুকুরের দিকে গিয়েছে ৷ বেশ কয়েকঘণ্টা কেটে যায় ৷ কিন্তু দুই কিশোরী বাড়ি ফেরেনি ৷ স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে পড়ে তাদের পরিবার ৷ চারিদিকে খোঁজাখুঁজিও শুরু হয় ৷

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও কোনও ফল মেলেনি ৷ এরপর বাড়ির কাছেই একটি পুকুরের পাড়ে তাদের চটি ও গামছা খুঁজে পায় পরিবারের লোকজন ৷ পুকুরে নেমে তল্লাশি শুরু করে স্থানীয়রা ৷ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুই কিশোরীর দেহ উদ্ধার হয় পুকুর থেকে ৷ এরপর দু'জনকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন:একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার, গণ-আত্মহত্যা বলে সন্দেহ

এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলার থানার পুলিশ। মৃতদেহ দু'টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কীভাবে ঘটনাটি ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই অনুমান করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details