জয়নগর, 28 অক্টোবর: লক্ষ্মীপুজোর দিনেই মর্মান্তিক দুর্ঘটনা । পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বকুলতলা থানা এলাকার সাহাজাদাপুর মণ্ডলপাড়া গ্রামে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে শনিবার। 13-14 বছরের ওই দুই কিশোরীর পুকুরে স্নান করতে নেমেছিল ৷ জলে ডুবে মৃত্যু হয় দু'জনেরই ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে জয়নগর 2 নং ব্লকের বকুলতলা থানা এলাকার সাহাজাদাপুর পঞ্চায়েতের মণ্ডলপাড়া এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল দুই কিশোরী ৷ তাদের একজনের বয়স 13 বছর ৷ অন্যজনের বয়স 14 ৷ বাড়ির কেউই জানত না যে তারা পুকুরের দিকে গিয়েছে ৷ বেশ কয়েকঘণ্টা কেটে যায় ৷ কিন্তু দুই কিশোরী বাড়ি ফেরেনি ৷ স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে পড়ে তাদের পরিবার ৷ চারিদিকে খোঁজাখুঁজিও শুরু হয় ৷