ক্যানিং, 10 নভেম্বর: ক্যানিং মহকুমা হাসপাতালের পাশে ঝোপ থেকে উদ্ধার হল যমজ সদ্যোজাতের দেহ ৷ শুক্রবার সকালে হাসপাতালের বাইরে ঝোপের মধ্যে গজকাপড়ে মুড়ে দেহ দু’টি ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় মৃত দুই সদ্যোজাতের ঠাকুমার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকে তিনি পলাতক ৷ পুলিশ দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, ক্যানিং মহকুমা হাসপাতালের 'মাতৃমা' বিল্ডিংয়ের গেটের পাশে দেহ দু’টি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তৎক্ষণাত খবর দেওয়া হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ৷ তারাই পুলিশ ফোন করে বিষয়টি জানায় ৷ পুলিশ এসে দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করে ৷ তাদের মাথায় হাসপাতালের ট্যাগ লাগানো ছিল ৷ সেই ট্যাগ থেকেই মৃত সদ্যোজাতদের মায়ের পরিচয় জানা যায় ৷ হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ সন্তান প্রসব করেন ৷
হাসপাতালের তরফে সব অফিসিয়াল কাজকর্ম শেষ করে দেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ৷ জানা গিয়েছে, প্রসূতির শাশুড়ি মুক্ত সরদারের হাতে বাচ্চা দু’টির দেহ তুলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তিনি সদ্যোজাতদের দেহ বাড়ি না নিয়ে গিয়ে, হাসপাতালের বাইরে ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান ৷ আজ সকালে বিষয়টি জানাজানি হয় ৷ ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করেছে ৷
উল্লেখ্য, প্রসূতি এখন হাসপাতালেই ভরতি রয়েছেন ৷ ছেলের বউকে দেখতে আজ সকালে অভিযুক্ত বৃদ্ধার হাসপাতালে আসেন ৷ তিনি হাসপাতালে আসতেই সংবাদিকরা তাঁকে প্রশ্ন করতে শুরু করেন ৷ কেন এই কাজ করলেন তিনি ? যার জবাবে অভিযুক্তের একটাই কথা, ‘‘ভুল হয়ে গিয়েছে ৷’’ অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান বৃদ্ধা ৷ পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে ৷ ঘটনায় প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷