পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Twin Newborn Bodies Recovered: ঝোপে পড়ে যমজ সদ্যোজাতের দেহ, ক্যানিং মহকুমা হাসপাতালে চাঞ্চল্য

Twin Newborn Bodies at Outside Canning Sub-division Hospital: হাসপাতালের বাইরে ঝোপ থেকে উদ্ধার হল যমজ সদ্যোজাতের দেহ ৷ ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ ঘটনায় মৃত সদ্যোজাতদের ঠাকুমার বিরুদ্ধে দেহ ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:06 PM IST

ক্যানিং, 10 নভেম্বর: ক্যানিং মহকুমা হাসপাতালের পাশে ঝোপ থেকে উদ্ধার হল যমজ সদ্যোজাতের দেহ ৷ শুক্রবার সকালে হাসপাতালের বাইরে ঝোপের মধ্যে গজকাপড়ে মুড়ে দেহ দু’টি ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় মৃত দুই সদ্যোজাতের ঠাকুমার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকে তিনি পলাতক ৷ পুলিশ দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ক্যানিং মহকুমা হাসপাতালের 'মাতৃমা' বিল্ডিংয়ের গেটের পাশে দেহ দু’টি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তৎক্ষণাত খবর দেওয়া হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ৷ তারাই পুলিশ ফোন করে বিষয়টি জানায় ৷ পুলিশ এসে দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করে ৷ তাদের মাথায় হাসপাতালের ট্যাগ লাগানো ছিল ৷ সেই ট্যাগ থেকেই মৃত সদ্যোজাতদের মায়ের পরিচয় জানা যায় ৷ হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ সন্তান প্রসব করেন ৷

হাসপাতালের তরফে সব অফিসিয়াল কাজকর্ম শেষ করে দেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ৷ জানা গিয়েছে, প্রসূতির শাশুড়ি মুক্ত সরদারের হাতে বাচ্চা দু’টির দেহ তুলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তিনি সদ্যোজাতদের দেহ বাড়ি না নিয়ে গিয়ে, হাসপাতালের বাইরে ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান ৷ আজ সকালে বিষয়টি জানাজানি হয় ৷ ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সদ্যোজাতের দেহ উদ্ধার করেছে ৷

উল্লেখ্য, প্রসূতি এখন হাসপাতালেই ভরতি রয়েছেন ৷ ছেলের বউকে দেখতে আজ সকালে অভিযুক্ত বৃদ্ধার হাসপাতালে আসেন ৷ তিনি হাসপাতালে আসতেই সংবাদিকরা তাঁকে প্রশ্ন করতে শুরু করেন ৷ কেন এই কাজ করলেন তিনি ? যার জবাবে অভিযুক্তের একটাই কথা, ‘‘ভুল হয়ে গিয়েছে ৷’’ অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান বৃদ্ধা ৷ পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে ৷ ঘটনায় প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েকবছর আগেও একই ঘটনা ঘটেছিল এই হাসপাতালে ৷ সেই সময়ও এই প্রসূতি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ তখনও হাসপাতালের গেটের বাইরে সেই সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছিল ৷ আর এবারও সেই এক ঘটনা ৷ পুলিশ একটি স্বতঃপ্রোণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

1নিখোঁজ সদ্যোজাতের দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, চাঞ্চল্য হাওড়ায়

2ক্যানিং স্টেশনে ট্রেন থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ

3থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আবর্জনা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ

ABOUT THE AUTHOR

...view details